জামালপুরে এক যুবলীগ নেতার বিরুদ্ধে অস্ত্র মামলা দায়ের করেছে পুলিশ। এ সময় আরও দুজনের নাম উল্লেখসহ আরও দুই থেকে তিনশ জনকে আসামি করা হয় এ মামলায়।শনিবার (১৭ আগস্ট) রাতে জামালপুর সদর থানা পুলিশের এসআই মোহাম্মদ মিঠু মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেন।অস্ত্র মামলার আসামি সেই যুবলীগ নেতার নাম ফারহান আহমেদ। তিনি জামালপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক। মামলার অন্য দুই আসামি হলেন- নাফিজুর রহমান তুষার এবং শাহরিয়ার ইসলাম রাফি। আসামি তিনজনের বাড়ি পৌরশহরের পাথালিয়া এলাকায়।মামলা সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের একটা র‍্যালি শহরের মির্জা আজম চত্বর থেকে হিরু সড়ক ও হাইস্কুল মোড় হয়ে বকুলতলায় যাওয়ার চেষ্টা করে। হাইস্কুল মোড়ে আ.লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের দুই-তিনশ নেতাকর্মী তাদের বাধা দেয়। এ সময় তারা দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর আক্রমণ করে এবং আন্দোলনকারীদের হত্যার হুমকি দেয়। সেসময় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে আক্রমণকারীরা সুকৌশলে পালিয়ে যায়। এরপর উল্লেখিত তিন আসামির আগ্নেয়াস্ত্রসহ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন, খুন-জখমের হুমকির ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে অভিযোগে বলা হয়।একই দিন আ.লীগ নেতাকর্মীদের নামে আরও দুটি মামলা দায়ের করা হয়েছে। জামালপুর সদরের ঘোড়াধাপে স্থানীয় আ.লীগের নেতাকর্মীদের নামে দুটি মামলা করেন স্থানীয় দুই ব্যক্তি।এক মামলায় ঘোড়াধাপ ইউনিয়ন আ.লীগের সভাপতি সারোয়ার হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। এ দুই মামলায় পঁচাত্তর জনের নাম উল্লেখ করে আরও নব্বই জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।জামালপুর সদর থানার ওসি মহব্বত কবির  জানান, গত ৩ আগস্টের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। অপর দুটি মামলা স্থানীয় ব্যক্তিরা করেছেন। আসামিদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছেন তারা।এআই 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লোহাগাড়া পরিত্যক্ত অবস্থায় থানা থেকে লুট হওয়া গ্যাসগান ও টিয়ারসেল উদ্ধার
লোহাগাড়া পরিত্যক্ত অবস্থায় থানা থেকে লুট হওয়া গ্যাসগান ও টিয়ারসেল উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়ায় পরিত্যক্ত অবস্থায় থানা থেকে লুট হওয়া ১টি গ্যাসগান ও ১৭টি টিয়ারস্যাল উদ্ধার করা হয়েছে।বুধবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার Read more

সবজির বস্তা থেকে গাঁজা উদ্ধার করলেন শিক্ষার্থীরা
সবজির বস্তা থেকে গাঁজা উদ্ধার করলেন শিক্ষার্থীরা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সবজির বস্তা থেকে ৯ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। 

যশ কেন ‘রাবণ’ হলেন?
যশ কেন ‘রাবণ’ হলেন?

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন