By: Daily Janakantha
মালদ্বীপে দাবায় সৌরভ ছড়াল খুশবু
খেলার খবর
17 Jun 2022
17 Jun 2022
Daily Janakantha
স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার থেকে মালদ্বীপের ইউকালহাসে শুরু হয়েছে ওয়েস্টার্ন এশিয়ান ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপ। র্যাপিড ইভেন্টে বাংলাদেশের ওয়ারসিয়া খুশবু বালিকা অনুর্ধ-১০ গ্রুপে স্বর্ণপদক জয় করে দেশের মুখ উজ্জ্বল করেছে। খুশবুর অর্জন ৭ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট (জয় ৫ ম্যাচে, ড্র ১ ম্যাচে ও হার ১ ম্যাচে)। ‘করোনার পর সরাসরি প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলে এই জয়টা আমার জন্য খুবই আনন্দের।’ স্বর্ণজয়ের পর খুশবুর উচ্ছ্বসিত প্রতিক্রিয়া।
এছাড়া বাংলাদেশের সাজিদুল হক ওপেন অনুর্ধ-১৪ গ্রুপে ব্রোঞ্জপদক লাভ করে। শুক্রবার থেকে সব গ্রুপের স্ট্যান্ডার্ড দাবা চ্যাম্পিয়নশিপের খেলা শুরু হয়েছে। স্ট্যান্ডার্ড দাবার প্রথম রাউন্ডের খেলায় বাংলাদেশের সাজিদুল হক, সাকলাইন মোস্তফা সাজিদ, আইয়ার রহমান, রায়ান রশিদ মুগ্ধ, জান্নাতুল ফেরদৌসী ও ওয়ারসিয়া খুশবু স্ব-স্ব খেলায় জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করেছে। মহিলা ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, কাজী জারিন তাসনিম, সৈয়দ রিদওয়ান ও সাফায়েত কিবরিয়া আজান প্রথম রাউন্ডের স্ব-স্ব খেলায় ড্র করেছে। শুক্রবার অনুষ্ঠিত প্রথম রাউন্ডের খেলায় সাজিদুল শ্রীলঙ্কার থেনাকোন দিসারাকে, সাজিদ নেপালের পান্ডে আবিনকে, আয়ান রহমান মালদ্বীপের ইয়ান ইয়াকসানকে, খুশবু উজবেকিস্তানে আববোরোভা জায়নুরাকে, মুগ্ধ মালদ্বীপের আদিয়ান মুনথাজিমকে ও জান্নাতুল মালদ্বীপের আয়সাথ সারা ইসমাইলকে হারায়। মহিলা ফিদেমাস্টার নোশিন ভারতের ফিদেমাস্টার এস হারসাদের সঙ্গে, জারিন শ্রীলঙ্কার গামেজ সায়ুমি হাসিথমার সঙ্গে, রিদওয়ান পাকিস্তানে দোজকি আহাদ ফারজালের সঙ্গে ও আজান শ্রীলঙ্কার পাল্লিয়া গুরুজ কেমিন্দো সেহাসের সঙ্গে ড্র করে।
চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী খুদে দাবাকন্যা ও ১১ বছর বয়সী খুশবু দেশী-বিদেশী সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে এ পর্যন্ত ১৩টিতে চ্যাম্পিয়ন হয়েছে। এর মধ্যে আছে ছয়টি আন্তর্জাতিক শিরোপা।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ