ইসরায়েলি বিমান হামলায় লেবানন প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর দুই সদস্য নিহত হয়েছে। বুধবার (১৪ আগস্ট) দেশটির দক্ষিণাঞ্চল এ ঘটনা ঘটে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্যমন্ত্রণালয়। খবর আরব নিউজ গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলার পর থেকে তেল আবিব সীমান্ত এলাকায় প্রতিনিয়ত হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ।এদিকে মঙ্গলবার থেকে কাতারে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। ইরানের রাজধানী তেহেরানে হামাস প্রধান ইসমাঈল হানিয়া এবং হিজবুল্লাহর এক কমান্ডার নিহতের ঘটনায় ইসরায়েলে হামলার হুমকি দিয়েছে ইরান। এ হামলা ঠেকাতে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরে উঠে পড়ে লেগেছে মধ্যস্থকারীরা। লেবাননের স্বাস্থ্যমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি শত্রুরা দক্ষিণাঞ্চলীয় শহর মারজাউনে হামলা চালালে একজন নিহত হয়। যদিও এর আগে ইসরায়েলি হামলায় তিনজন নিহত হওয়ার কথা জানানো হয়। তবে পরবর্তীতে এটি সংশোধন করা হয়। এছাড়া লেবাননের ব্লিদা গ্রামে ইসরায়েলি হামলায় আরও একজন নিহত এবং একজন আহত হয়। ইসরায়েল সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ব্লিদা গ্রামে বিমান হামলা চালোনার পাশাপাশি হিজবুল্লাহর সামরিক স্থাপনাতেও হামলা চালানো হয়। এতে হিজবুল্লাহর দুজন নিহত হয়েছে। এবি
Source: সময়ের কন্ঠস্বর