By: Daily Janakantha
আর ৬ দিন
প্রথম পাতা
17 Jun 2022
17 Jun 2022
Daily Janakantha
স্টাফ রিপোর্টার ॥ স্বপ্নের পদ্মা সেতুর জন্য অপেক্ষা আর মাত্র ৬ দিন। আগামী ২৫ জুন এই সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের দিন যতই এগিয়ে আসছে স্বপ্নের এই সেতু সম্পর্কে জানতে বিভিন্ন উৎসে তথ্য অনুসন্ধান করছেন অনেকেই। জানতে চাইছেন পদ্মা সেতু পৃথিবীর অন্য সেতু থেকে কেন সেরা ? সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, পদ্মা সেতুতে ব্যবহৃত হয়েছে তিন ধরনের বিয়ারিং। এসব বিয়ারিং এসেছে চীন থেকে। এরমধ্যে অন্যতম হল ভূমিকম্পের সময় সেতুটিকে সুরক্ষিত রাখার ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিং। এরমধ্যে সবচেয়ে বড় বিয়ারিংয়ের ওজন ২৫ টনের মতো। এক সেট বিয়ারিং প্রায় ১০ হাজার টন ওজনের ভার বহন করতে সক্ষম। সেতুতে এমন বিয়ারিং বসানো হয়েছে ৯৬ সেট। সেতু বিভাগ বলছে, পদ্মা সেতুর আগে পৃথিবীর আর কোন সেতুতে এমন বিয়ারিং ব্যবহৃত হয়নি। এসব বিয়ারিং ভূমিকম্প প্রতিরোধ ব্যবস্থা পদ্মা সেতুকে রিখটার স্কেলে প্রায় ৮ মাত্রার ভূমিকম্প থেকে রক্ষা করবে। পদ্মা সেতুতে আরেক ধরনের বিয়ারিং ব্যবহার করা হয়েছে, যা সেতুটির বিভিন্ন অংশকে যুক্ত রাখতে সহায়তা করছে। পদ্মা সেতুতে এমন ৩ হাজার ৫৫৬ সেট বিয়ারিং রয়েছে। এছাড়া তাপ ও চাপে সঙ্কোচন-প্রসারণের জন্য সম্প্রসারণশীল জোড়া (এক্সপানশন জয়েন্ট) বিয়ারিং। এ কাজে ২৮ সেট বিয়ারিং স্থাপন করা হয়েছে। সব সেতুতেই এ ধরনের বিয়ারিং থাকে।
এছাড়া পদ্মা সেতুতে দুই ধরনের পাইল বসানো হয়েছে। মূল সেতু অর্থাৎ নদীর অংশে তিন মিটার ব্যাসার্ধের পাইপের মতো (ভেতরে ফাঁকা) স্টিলের পাইল বসানো হয়েছে ২৬৪টি। এসব পাইল এসেছে চীন থেকে। এগুলোর ওজন প্রায় ১ লাখ ৬২ হাজার টন। পদ্মা সেতুতে স্টিলের স্প্যান বসানো হয়েছে ৪১টি। চীনের উত্তর-পূর্বাঞ্চলের হেবেই প্রদেশের কারখানায় স্টিলের প্লেট দিয়ে এসব স্প্যান তৈরি হয়েছে। স্প্যানগুলোতে ১ লাখ ২৬ হাজার টন স্টিলের প্লেট লেগেছে।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ