আগামী অক্টোবরে বাংলাদেশের মাটিতে হওয়ার কথা মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। কিন্তু তার আগে গত ৫ আগস্ট বাংলাদেশে ঘটেছে রাজনৈতিক পটপরিবর্তন। ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘ ১৫ বছরের আওয়ামী লীগ শাসনের অবসান ঘটেছে। এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলেও অস্থিরতা পুরোপুরি কাটেনি। বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞাও দিয়েছে। এমন অবস্থায় বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন বেশ কঠিন ব্যাপার। গত ৫ আগস্টই জানা গিয়েছিল, বিশ্বকাপের জন্য বিকল্প ভেন্যুর কথা ভাবছে আইসিসি। বাংলাদেশে শেষ পর্যন্ত মেয়েদের ক্রিকেটের এই মেগা ইভেন্ট আয়োজন সম্ভব না হলে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি ভারতের নামও ভাবছিল তারা।আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে দাবি করেছে, অক্টোবরে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতকে আয়োজনের জন্য অনুরোধ করেছে। তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন বিসিসিআই সচিব জয় শাহ।তবে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে ভিন্ন কথা। ভারতকে বিশ্বকাপ আয়োজনের অনুরোধ নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফ থেকে করা হয়েছে। সংবাদমাধ্যমটি এই খবর দিয়েছে বিসিসিআই সচিব জয় শাহ’র বরাত দিয়ে। তবে বিসিবি আবার এই খবর নাকচ করে দিয়েছে।ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে বিসিবি ভারতকে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের অনুরোধ জানিয়েছে। তবে সেই অনুরোধ তারা নাকচ করে দিয়েছে।সংবাদমাধ্যমটি জয় শাহ’র বক্তব্য এভাবে প্রকাশ করেছে,  ‘তারা বিসিসিআইকে অনুরোধ করেছে ইভেন্টটি আয়োজন করতে পারবে কি না। কিন্তু আমি স্পষ্টভাবে না করেছি। তখন (অক্টোবরে) মৌসুমি বৃষ্টিপাত থাকবে এবং আগামী বছর আমরা মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করব। পরপর দুটি বিশ্বকাপ আয়োজন করতে চাই, এমন ধারণা আমি দিতে চাই না।’এদিকে সেপ্টেম্বরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ দলের ভারত সফরে যাওয়ার কথা। ১৯ সেপ্টেম্বর কানপুরে টেস্ট দিয়ে এই সফর শুরু হওয়ার কথা। জয় শাহ এই সিরিজ নিয়েও কথা বলেছেন।তিনি বলেন, ‘আমরা তাদের (বাংলাদেশের কর্তৃপক্ষ) সঙ্গে কথা বলিনি এখনো। সেখানে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। তাদের আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে অথবা আমি তাদের সঙ্গে যোগাযোগ করব। বাংলাদেশের বিপক্ষে সিরিজটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’এদিকে আগামী ৩ অক্টোবর শুরু হয়ে ২০ অক্টোবর পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলার কথা। বাংলাদেশ শেষ পর্যন্ত ইভেন্টটি আয়োজনে ব্যর্থ হলে বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত অথবা শ্রীলঙ্কাকে বেছে নিতে আরে আইসিসি।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

ক্রিকেট টপ এন্ড টি–টোয়েন্টি সিরিজ ১ম সেমিফাইনাল

আ.লীগ দেশপ্রেমিক নয়, বর্গী: ফখরুল
আ.লীগ দেশপ্রেমিক নয়, বর্গী: ফখরুল

মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান তো নিজে রাজনীতিতে আসেননি। তাকে নিয়ে আসা হয়েছিল। ‘৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তার নেতৃত্ব Read more

ডাকাতি রোধে বিজিবি‘র সঙ্গে যোগাযোগের আহ্বান
ডাকাতি রোধে বিজিবি‘র সঙ্গে যোগাযোগের আহ্বান

রাজধানীতে ডাকাতি ও জননিরাপত্তার জন্য হানিকর কর্মকাণ্ড প্রতিরোধে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ডাকাতি রোধে ০১৭৬৯-৬০০৫৫৫ এবং ০১৮৮৯-৬০০৫৫৫ নম্বরে Read more

রাজশাহীতে থেকে মাসে নাঈমার আয় ৬০ হাজার টাকা
রাজশাহীতে থেকে মাসে নাঈমার আয় ৬০ হাজার টাকা

পণ্যগুলোর মধ্যে রয়েছে জামদানি ও সিল্কের শাড়ি, থ্রি-পিচ, ওড়না, গাউন পিস, পাঞ্জাবি পিস ইত্যাদি।

জাপানিজদের স্বাস্থ্য ভালো থাকার দুই কারণ
জাপানিজদের স্বাস্থ্য ভালো থাকার দুই কারণ

একটা সময় জাপানে সব থেকে বেশি মৃত্যুহার ছিলো নাগানো অঞ্চলের মানুষের। দুইটি পদক্ষেপে সেখানকার মানুষের জীবনযাত্রা পাল্টে গেছে।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন