৫ আগস্ট ক্ষমতা ছেড়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনার পর থেকে চাঁদপুরের মেয়রসহ আওয়ামী লীগের প্রায় সকল জনপ্রতিনিধি আত্মগোপনে রয়েছেন। তাদের অনুপস্থিতিতে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এদিকে শুধু চাঁদপুর সদরই নয়, অন্য সাত উপজেলায়ও একই পরিস্থিতি বিরাজ করছে। ফলে সেখানেও নাগরিক সেবা ব্যাহত হচ্ছে।
Source: রাইজিং বিডি