ইরানের তেহরানে হামাসের রাজনৈতিক শাখার শীর্ষ নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করে বদলা নেওয়ার অঙ্গীকার করেছে ইরান। এমন পরিস্থিতিতে ইসরায়েলে হামলা না চালাতে ইরানকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যান্য পশ্চিমা দেশ। কিন্তু এই আহ্বান প্রত্যাখ্যান করেছে ইরান। তারা ইসরাইলে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে । ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে আন্তর্জাতিক নানা কূটনৈতিক প্রচেষ্টার মধ্যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে সামরিক হামলার হুমকি দেওয়া থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান। কিন্তু জবাবে পেজেশকিয়ান রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেছেন, পাল্টা জবাব দেওয়াটাই অপরাধ বন্ধ করার পথ এবং এই জবাব দেওয়া ইরানের ‘আইনগত অধিকার’। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, তাদের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং এতে আন্তর্জাতিক অনুমতির প্রয়োজন নেই।এদিকে ইসরাইল হামাস নেতা হানিয়া হত্যার দায় স্বীকার না করলেও, ইরানের হামলার হুমকির প্রেক্ষিতে তাদের সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। এদিকে, লেবাননের ইরান-সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহও ইসরাইলে হামলার হুমকি দিয়েছে।যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি এক যৌথ বিবৃতিতে ইরান এবং এর মিত্রদের ইসরাইলে হামলা না করার আহ্বান জানিয়েছে, কারণ এটি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। ব্রিটিশ প্রধানমন্ত্রী সরাসরি ইরানের প্রেসিডেন্টকে ফোন করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং শান্ত থাকার পরামর্শ দিয়েছেন।পেজেশকিয়ান পশ্চিমাদের সমালোচনা করে বলেছেন, ইসরাইলের নৃশংসতা পশ্চিমাদের সমর্থনের ফলস্বরূপ এবং আগ্রাসী কার্যক্রম বন্ধ করার জন্য পাল্টা জবাব দেওয়া ইরানের আইনি অধিকার।এমন পরিস্থিতির মধ্যেই সোমবার সন্ধ্যায়, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি এক যৌথ বিবৃতিতে ইরান ও এর মিত্রদের ইসরায়েলে হামলা চালানো থেকে বিরত থাকার আহ্বান জানায়। এমন হামলা আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে বলে সতর্ক করে তারা। পরে ব্রিটিশ প্রধানমন্ত্রী সরাসরি ইরানের প্রেসিডেন্টকে ফোন করে ইসরায়েলে তাঁদের হামলার হুমকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। ২০২১ সালের মার্চের পর ইরানকে যুক্তরাজ্য থেকে সরাসরি এমন ফোনকল এটিই ছিল প্রথম। ডাউনিং স্ট্রিট জানায়, স্টারমার ফোনে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে বলেন, ‘ভুল হিসাব-নিকাশের মারাত্মক ঝুঁকি আছে। এখন সময় শান্ত থাকার এবং সতর্কভাবে পরিস্থিতি বিবেচনা করার।’ ইসরায়েলে হামলা চালানো থেকে বিরত থাকার জন্য ইরানকে আহ্বান জানিয়ে স্টারমার বলেন, ‘যুদ্ধে কারও স্বার্থ রক্ষা হবে না।’ ইরনা জানায়, পেজেশকিয়ান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে বলেছেন, পশ্চিমা দেশগুলোর সমর্থনের কারণেই ইসরায়েল নৃশংসতা চালিয়েছে এবং শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। যুদ্ধে কোনো দেশেরই স্বার্থ রক্ষা হয় না, সে কথা স্বীকার করে নিলেও পেজেশকিয়ান বলেন, ‘একজন আগ্রাসীর বিরুদ্ধে শাস্তিমূলক জবাব দেওয়াটা সব দেশের আইনি অধিকার এবং এভাবেই আগ্রাসন ও অপরাধ বন্ধ করা যেতে পারে।’ ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয় পরে আলাদাভাবে লন্ডন, প্যারিস ও বার্লিনের সংযত থাকার আহ্বান প্রত্যাখ্যান করেছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
স্ত্রী চলে গেছেন অন্যত্র, মানসিক ভারসাম্য হারিয়ে ২০ বছর ধরে শিকলবন্দি
স্ত্রী চলে গেছেন অন্যত্র, মানসিক ভারসাম্য হারিয়ে ২০ বছর ধরে শিকলবন্দি

দুই যুগ আগেও শরীয়তপুরের কামাল শেখের জীবন আর দশটা মানুষের মতোই স্বাভাবিক ছিল। বিয়ে করে পেতেছিলেন সংসার।

সহিংসতায় হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি
সহিংসতায় হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি

কোটা সংস্কার আন্দোলনকালে সহিংসতায় নিহত ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। এসব হত্যাকাণ্ডের বিচার এবং শ্রমিক Read more

শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ১
শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ১

নারায়ণগঞ্জের ফতুল্লায় কোলের শিশুকে জিম্মি করে গৃহবধূকে দফায় দফায় ধর্ষণের ঘটনায় করা মামলার আসামি জাকারিয়া ওরফে নয়নকে (৩০) গ্রেপ্তার করেছে Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে রুশ উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে রুশ উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুক।বৃহস্পতিবার (২৭ মার্চ) চীনে বোয়াও ফোরাম ফর এশিয়ার (বিএফএ) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন