খুলনা জেলা আইনজীবী সমিতির তিনটি ব্যাংক হিসাব থেকে প্রায় ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সমিতির সদ্য সাবেক সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক তারিক মাহমুদ তারার স্বাক্ষরে উল্লিখিত অর্থ উত্তোলন করা হয়। সদস্যদের বিপুল এ অর্থের গরমিলের অভিযোগে সাইফুল ইসলাম ও তারিক মাহমুদ তারার সদস্যপদ স্থগিত করা হয়েছে। একই সাথে সমিতির বাকি দুইটি হিসাব যাচাইয়ে ৫ সদস্যের অডিট কমিটি গঠন ও অর্থ আত্মসাৎ এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Source: রাইজিং বিডি