মো. দিদার হোসেন প্রায় ৭০ শতক জমিতে কচুর মুখি (স্থানীয় উন্নত জাত) আবাদ করেছেন। ফ্রিপ প্রকল্পের মাধ্যমে জমি প্রস্তুত, বীজ, সার, নিড়ানি ও সেচ বাবদ প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়েছে। ফলনও হয়েছে ভালো। জমি থেকে প্রায় ৯০ মণ কচুর মুখি তোলার আশা করছেন দিদার হোসেন। স্থানীয় বাজারে প্রতিকেজি বিক্রি করছেন ৮৫ থেকে ৭০ টাকায়। এ হিসেবে বর্তমান বাজারদর অনুযায়ী যা বিক্রি করে প্রায় দেড় লাখ টাকা লাভ করার আশা তার।
Source: রাইজিং বিডি