By: Daily Janakantha
যারা বুস্টার নেননি দ্রুত নিয়ে নিন ॥ স্বাস্থ্যমন্ত্রী
প্রথম পাতা
16 Jun 2022
16 Jun 2022
Daily Janakantha
স্টাফ রিপোর্টার ॥ যারা এখনও করোনার বুস্টার ডোজ নেননি, তাদেরকে শীঘ্রই নিয়ে নিতে বলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী বলেন, আমাদের দেশে করোনা কিছুটা হলেও বাড়তি, আশপাশের দেশগুলোতেও সংক্রমণ বাড়ছে। বুস্টার ডোজ যারা নিয়েছেন, তাদের মৃত্যুঝুঁকি নেই বললেই চলে। তাই আমরা আহ্বান জানাব, যারা এখনও নেননি, শীঘ্রই বুস্টার নিয়ে নিন।
বৃহস্পতিবার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। দেশের মানুষের মধ্যে করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ নেয়ার বিষয়ে অনীহা আছে। সে ক্ষেত্রে বুস্টার ডোজ দ্রুত নিশ্চিত করতে বাধ্যবাধকতা আরোপ করা হবে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যের কোনও বিষয় চাপিয়ে দেয়ার নয়। এটা স্বাধীন দেশ, সব নাগরিকের স্বাধীন চিন্তা-ভাবনা রয়েছে।
তবে, মানুষকে অবহিত করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, টিকা নেয়ার সুবিধা-অসুবিধাগুলো আমরা তুলে ধরি। বাকি সিদ্ধান্ত যার যার, এখানে চাপিয়ে দেয়ার কিছু নেই। স্বাস্থ্য মন্ত্রণালয় এ ক্ষেত্রে কাউকে চাপিয়ে দিতে পারবে না বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ