যুক্তরাজ্যের সাউথপোর্টের এক নৃত্যকর্মশালায় ছুরিকাঘাতে তিনটি শিশুর মৃত্যুর পর হামলাকারীর পরিচয় সংক্রান্ত ভুয়ো তথ্যকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। বিভিন্ন শহরে চরিয়ে পড়া এই বিক্ষোভের নিশানা হয়েছে মূলত মুসলিম এবং অভিবাসীরা।
সহিংস বিশৃঙ্খলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত দেড়শোরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ক্রমবর্ধমান সহিংসতার তীব্র ভাষায় নিন্দা করে অভিযুক্তদের বিরুদ্ধে করা আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার।
Source: বিবিসি বাংলা