By: Daily Janakantha
টেকনাফে সাড়ে ২৪ কোটি টাকা মূল্যের মাদকসহ আটক ২
দেশের খবর
16 Jun 2022
16 Jun 2022
Daily Janakantha
সংবাদদাতা, টেকনাফ, কক্সবাজার ॥ টেকনাফে সাড়ে ২৪ কোটি টাকা মূল্যমানের ১ লক্ষ পিস ইয়াবা ও ৪ কেজি ৩১৫ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড সদস্যরা। আটক কারবারিরা হচ্ছে- হ্নীলা ওয়াব্রাং এলাকার মৃত কাদের বকশের পুত্র আব্দুর রহমান ও মৌলবী বাজারের আব্দুস সালামের পুত্র মোহাম্মদ নুর। বৃহস্পতিবার সকালে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
সূত্রে জানা যায়, বুধবার দিনগত রাতে হ্নীলা বিওপির উত্তরে এমজি ব্যাংকার এলাকা হয়ে মাদকের একটি বড় চালান প্রবেশের গোপন সংবাদ পেয়ে টেকনাফ ব্যাটালিয়ন সদর ও হ্নীলা বিওপির চোরাচালান প্রতিরোধ টহল দল তাৎক্ষণিক অভিযানে যায়। এসময় নাফ নদীর শূণ্য রেখা অতিক্রম করে পাঁচ ব্যক্তিকে প্রবেশ করতে দেখে বিজিবির আভিযানিক দল চ্যালেঞ্জ করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যাওয়ার সময় দুই চোরাকারবারিকে আটক করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা। পরে বস্তাটি তল্লাশি করে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ কোটি টাকা।
এইদিকে আটককৃত নুর মোহাম্মদের দেয়া তথ্যমতে বৃহস্পতিবার ভোরে হ্নীলা বিওপির উত্তরে শশ্মান ঘাট এলাকায় তল্লাশি অভিযানে যায় টেকনাফ ব্যাটালিয়ন সদরের একটি টিম। এসময় বেড়ি বাঁধের পাশে একটি ছাপড়া ঘরে বিশেষভাবে লুকায়িত প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। পরে ওই বস্তাটি তল্লাশি করে ৪ কেজি ৩১৫ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করা হয়।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ