By: Daily Janakantha
জুটিতে বিশ্বাস নেই
আনন্দকণ্ঠ
15 Jun 2022
15 Jun 2022
Daily Janakantha
সিনেমার পর নাটকে অভিনয় করছেন। নিয়মিত নাটকে দেখা যাবে?
যদি ভাল গল্প পাই তাহলে অবশ্যই দেখা যাবে। তবে একেবারেই যে নিয়মিত মাসে তিন চারটা নাটক করব তেমন নয়। আমার নাটক গানের মতোই থাকবে। গান যেমন বেছে বেছে করি এবং স্পেশাল উৎসবে প্রকাশ করি নাটকও তেমন করব। এর বাইরে গল্প ও অন্য বিষয়গুলো আমার মনের মতো হলেই কাজ করব।
গত ঈদের নাটকটি থেকে কেমন সাড়া পেলেন?
গত ঈদের নাটকটি থেকে ভীষণ ভাল সাড়া পেয়েছি। সবাই খুব ভালভাবেই দেখছেন। আগের নাটকের জন্য সবার প্রশংসার কারণেই আবার নাটকে কাজ করার সাহস পেয়েছি।
ফারহানের সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন?
আমরা দুজন দুই অঙ্গনের মানুষ। যার কারণে এ নাটকে কাজ করার আগে তার সঙ্গে কখনও দেখা হয়নি-কথাই হয়নি। যার ফলে ফারহান ভাইয়ার প্রতি আমার অন্যরকম একটা ধারণা ছিল। অনেক সময় অনেক ধরনের কথাও শুনেছি। তাই ভেবেছি তিনি হয়ত একটু রাগী হবেন। তাছাড়া তিনি কতটা হেলপফুল হবেন সেটিও নিয়েও একটা ভাবনা ছিল। সত্যি বলতে তার সঙ্গে দেখা হওয়ার আগ পর্যন্ত তার প্রতি একটা নেতিবাচক চিন্তা ছিল। তবে আমার কাছে এখন মনে হয় অভিনয়ের জন্য যাদের সঙ্গে আমি কাজ করেছি তাদের মধ্যে সব থেকে বেশি কোঅপারেট পেয়েছি ফারহান ভাইকে। আমাকে ধরে ধরে তিনি অনেক কিছু শিখিয়েছেন। তার শর্টের বাইরে তিনি মনিটরের কাছে বসে থেকে আমার অভিনয় দেখেছেন। আমার অভিনয় ঠিক না থাকলে তিনি আমাকে সেটি দেখিয়ে দিয়েছেন। এ নাটকে যদি আমি কিছু ভাল করে থাকি তার বেশিটুকুই ফারহান ভাইয়ের কারণেই বলতে পারি।
পড়শী সবার সঙ্গে নাকি নির্দিষ্ট জুটির সঙ্গে কাজ করতে চান?
আমার নির্দিষ্ট কোন জুটিতে বিশ্বাস নেই। আসলে জুটি তো আমরা তৈরি করি না। এটি দর্শকশ্রোতারই তৈরি করেন। তাদের কাছে কখন কোন জুটিকে ভাললাগে সেটি তারাই বলতে পারেন। যেমন গানের ক্ষেত্রে অনেকের সঙ্গে কাজ করলেও সবাই পড়শী-রুমীর গানকে অন্যভাবে নিত। তাই এ জুটির বিষয়টি আমি কখনও ঠিক করব না।
পড়শীর ব্যাপক জনপ্রিয়তা থাকার পরেও গানের সংখ্যা কম কেন?
আমি কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিকে অনেক বেশি বিশ্বাস করি। এ ছাড়া আমি যখন গান শুরু করি তখন এ্যালবামের সময় ছিল। বছরে তখন আমি একটা এ্যালবামই প্রকাশ করতাম। সেখানে ১০-১২টা গান থাকত। আমি এখনো সেই ধারাকে মাথায় নিয়ে কাজ করি। অর্থাৎ সারা বছর আমি একটা এ্যালবামের জন্য কাজ করতাম। এখন এ্যালবামের যুগ নেই তাই বলে প্রত্যেক মাসে-মাসে কোয়ান্টিটিকে বাড়ানোর জন্য কোয়ালিটিকে স্যাক্রিফাইস করব সেটি আমার হয়ে ওঠে না। বছরে না হয় আমি একটা গানই করব কিন্তু সেটি আমার মনের মতো হতে হবে। এখন সেই একটা গান সবার কাছে কতটুকু ভাললাগবে সেই গ্যারান্টি দিতে পারব না। সেটি আল্লাহ ভাল জানেন। এ্যালবামের ক্ষেত্রে ১০টা গান ১০ রকমের থাকত। ফলে দেখা যেত যে কোন একটা গান যে কারও কাছে ভাল লেগে যেত। কিন্তু এখন রিস্ক নিয়েই হাঁটতে হচ্ছে।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ