By: Daily Janakantha
মৃত্যুর মুখ থেকে ফেরা !
প্রথম পাতা
16 Jun 2022
16 Jun 2022
Daily Janakantha
এ যেন সাক্ষাত মৃত্যুর মুখ থেকে ফিরে আসা। নীল সাগরে ডুব দিতে গিয়ে এক ব্যক্তিকে গিলে ফেলল তিমি। তারপরও প্রাণে বেঁচে গিয়েছেন ওই ব্যক্তি। মাইকেল প্যাকার্ড নামে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের এক ব্যক্তি এমনই এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। পেশায় তিনি একজন ডুবুরি। একবার সাগরে ডুব দিতে গিয়ে হাম্পব্যাক তিমির মুখের মধ্যে ঢুকে যান তিনি। প্রায় চল্লিশ সেকেন্ড ধরে তিমির মুখের মধ্যে ছিলেন ওই ডুবুরি। ভেবেছিলেন এ যাত্রায় আর রক্ষা পাবেন না তিনি। কয়েক সেকেন্ড নিজের এই পরিণতিতে স্ত্রী-ছেলে-মেয়েদের কথাই ভাবছিলেন। এমন সময় তিমিটি যখন ছটফট করছিল, তখনই তার মুখ থেকে বের হন মাইকেল। ভাগ্যিস নিজের ফুসফুসের ক্ষতি হয়নি, এটা ভেবে ঈশ্বরকে ‘অশেষ ধন্যবাদ’ জানিয়েছেন ডুবুরি। -আনন্দবাজার
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ