By: Daily Janakantha
বদলে যাওয়া নিরব
আনন্দকণ্ঠ
15 Jun 2022
15 Jun 2022
Daily Janakantha
প্রায় দশ মাস পর আবারও বড়পর্দায় আসছেন অভিনেতা নিরব। এ অভিনেতাকে সর্বশেষ বড়পর্দায় দেখা গেছে ‘চোখ’ সিনেমাতে। এতে তিনি জুটি বাঁধেন জনপ্রিয় অভিনেত্রী বুবলীর সঙ্গে। আগামী ১৭ জুন মুক্তি পাচ্ছে তার অভিনীত ও অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমাটি। এতে তার সঙ্গে জুটি বেঁধে বড়পর্দায় অভিষেক হচ্ছে অভিনেত্রী মিথিলার। সিনেমাটি নিয়ে দারুণ আশাবাদী নিরব। এরইমধ্যে এ সিনেমার ট্রেলারে অভিনেতা দর্শকের প্রশংসা কুড়ান। সিনেমায় তার লুকটিও বেশ আলোচনায় এসেছে। অনেকের মন্তব্য ট্রেলারে বদলে যাওয়া এক নিরবকে দেখা গেছে। এ প্রসঙ্গে অভিনেতার ভাষ্য, ক্যারিয়ারে অনেক সিনেমা করেছি। তবে এটি সত্যি এ সিনেমার জন্য অনেক পরিশ্রম ও নিজেকে পরিবর্তন করেছি। সেটি এরমধ্যে ট্রেলারে অনেকটাই সবাই দেখেছেন। আমি নিজেকে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। অনন্য মামুনের কসাই সিনেমার জন্য যখন দর্শকের কাছ থেকে সাড়া পেয়েছি তখন এ সিনেমার পরিকল্পনা করি। পরিচালকসহ আমি নতুন কিছু দেবার জন্য এমন একটি গল্প বেছে নিয়েছি। দর্শক এ সিনেমায় নতুন কি পাবে সেটি নিয়েও কথা বলেন এ অভিনেতা। তিনি বলেন, দীর্ঘদিন পর্যন্ত এত বড় কাস্টিংয়ের সিনেমা আমাদের দর্শক দেখেনি। এ সিনেমায় প্রত্যেকের চরিত্রের যথেষ্ট গুরুত্ব আছে। একইসঙ্গে সবার লুকও আছে অন্যরকম। এছাড়া এরমধ্যে সবাই ট্রেলারে দেখেছেন আমাদের মিশা ভাইসহ সবার গেটআপে ও লুকে কেমন পরিবর্তন। সত্যি বলতে চার দেয়ালের মধ্যে অর্থাৎ বেড রুম, ড্রয়িং রুম বা অফিস এমন ইনডোর বেইজ সিনেমায় আমাদের বেশি হয়েছে। কিন্তু দর্শক এখন নতুন কিছু দেখতে চায়। যেখানে ভিন্নতা খুঁজে পাবে। সেখান থেকে আমরা আউটডোরকে গুরুত্ব দিতে গিয়ে এই জঙ্গল বেইজ গল্পটি নিয়ে কাজ করেছি। আমি আশা করি দর্শকের চোখে আরাম লাগবে এটি দেখলে। এটির বাইরেও এ নায়কের হাতে আরও অনেকগুলো সিনেমা আছে। এরমধ্যে উল্ল্যেখযোগ্য হলো- বন্ধন বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’, চিত্রনায়িকা রজিনার ‘ফিরে দেখা’, সাইফ চন্দনের ‘কয়লা’ ও ‘সৈকত নাসিরের ‘ক্যাসিনো’। প্রতিটি সিনেমাতে এ অভিনেতা নতুন নতুন চরিত্রে কাজ করেছেন বলে জানান। নিরব নিজের ক্যারিয়ার নিয়ে কতটুকু সন্তুষ্ট? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, অনেক সময়ই কাজের জায়গা থেকে যেমন চেয়েছি সেটি ঠিক মতো ব্যাটে-বলে মিলেনি। অর্থাৎ আমার প্রত্যাশানুযায়ী এখনও দশ পারসেন্ট কাজও হয়নি। তাই বলে নিরাশ হচ্ছি না। সত্যি বলতে, এখনও অনেক কাজ করার বাকি আছে। এখনো অনেক সময় বাকি। নিজেকে প্লে করার জন্য আরও অনেক অভিজ্ঞতা নিতে চাই। নিজেকে বারবার ভাঙতে চাই। এরপর নিজেকে নিয়ে বিচার করব। ক্যারিয়ারে কি পেলাম কি পাইনি তারপর হিসেব-নিকেশ করব। দর্শকদের সিনেমামুখী করার প্রসঙ্গে নিরব বলেন, আমরা এখন সিনেমার প্রচার-প্রচারণায় পিছিয়ে আছি। দর্শকদের হলমুখী করার জন্য সঠিক কোন পরিকল্পনা করা হয় না। দর্শকদের জানানোর জন্য যে বাজেট প্রয়োজন সেটি আমাদের নির্ধারণ করা হয় না। যদি ১শ জন মানুষের কাছে একটি সিনেমার খবর পৌঁছানো যায় তাহলে অন্তত দশজন মানুষ হলেও সিনেমা দেখবে। কিন্তু এখন সেই সুযোগ হচ্ছে না। শুধু সোশ্যাল মিডিয়ায় জানিয়ে সিনেমার উন্নয়ন কখনও সম্ভব না। ফেসবুকে যারা সিনেমা নিয়ে কথা বলে তাদের বেশিরভাগই সিনেমা দেখে না। তারা শুধু ফেসবুকে আলোচনা-সমালোচনার মধ্যেই থাকে। বিজ্ঞাপনের মধ্য দিয়েই দারুণ জনপ্রিয়তা পান এ অভিনেতা। তারপর সিনেমায় নাম লেখেন তিনি। ক্যারিয়ারে ‘মন যেখানে হৃদয় যেখানে’, ‘মনে বড় কষ্ট’, ‘গুরু ভাই’, ‘মা আমার চোখের মনি’ , ‘গেইম’, ‘আব্বাস, ‘কসাই’ ও ‘চোখ’সহ বেশ কিছু সিনেমা উপহার দিয়েছেন। ক্যারিয়ারের শুরুর দিকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেই সময় আর এখন নিজের মধ্যে চিন্তা-ভাবনা ও জানা-শোনায় অনেক পরিবর্তন এসেছে। শুরুর দিকে না বুঝেই অনেক কাজের সঙ্গে যুক্ত হয়েছি। সাম্প্রতিক সময়ের কাজগুলো দেখলে বোঝা যাবে আমি কাজের ব্যাপারে কতটা সিরিয়াস হয়েছি।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ