By: Daily Janakantha
মানিক স্মরণে বাফুফের মিলাদ
খেলার খবর
15 Jun 2022
15 Jun 2022
Daily Janakantha
স্পোর্টস রিপোর্টার ॥ মঙ্গলবার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় নুরুল হক মানিকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মতিঝিলে অবস্থিত বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবন সংলগ্ন ঝিলপাড় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকার চারটি ক্লাবে খেলে সব দলেই অধিনায়ক হওয়া কীর্তি আছে মানিকের। তিনি ১৯৮৫-১৯৮৭ সাল পর্যন্ত আরামবাগে, ১৯৮৮ সালে ইয়ংমেন্স ফকিরেরপুলে, ১৯৮৯-১৯৯৩ সাল পর্যন্ত ব্রাদার্স ইউনিয়নে, ১৯৯৪-১৯৯৮ সাল পর্যন্ত মোহামেডানে খেলেন। ১৯৮৭-১৯৯৭ সাল পর্যন্ত জাতীয় দলে খেলেন। ৫৫ বছর বয়সী মানিক ছিলেন তার সময়ে দেশের অন্যতম সেরা মিডফিল্ডার। আবাহনীর জার্সি গায়ে অতিথি খেলোয়াড় হিসেবে একটি ম্যাচ খেলেছেন এশিয়ার কাপ উইনার্স কাপে, কলকাতা ইস্টবেঙ্গলের বিপক্ষে ঢাকায়। খেলা ছেড়ে কোচ হন মানিক। মৃত্যুর আগ পর্যন্ত এক যুগেরও বেশি সময় ছিলেন এএফসির অর্থায়নে বাফুফের কোচ।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ