By: Daily Janakantha
৪৬তম ইন্দো-প্যাসিফিক আর্মিজ ম্যানেজমেন্ট সেমিনারের লোগো উন্মোচন
অন্য খবর
15 Jun 2022
15 Jun 2022
Daily Janakantha
সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ মঙ্গলবার সকালে ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে ৪৬ঃয ওচঅগঝ-এর লোগো উন্মোচন ও ওয়েবসাইট উদ্বোধন করেন। এ সময় সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তাগণ এবং টঝঅজচঅঈ-এর সদস্যগণ উপস্থিত ছিলেন। আগামী ১২-১৫ সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনী এবং টঝ অৎসু চধপরভরপ (USARPAC)-এর যৌথ ব্যবস্থাপনায় ঢাকা ও কক্সবাজারে ৪৬ঃয Indo-Pacific Armies Management Seminar (IPAMS) অনুষ্ঠিত হবে। উক্ত সেমিনার উপলক্ষে টঝ অৎসু চধপরভরপ (USARPAC)-এর সদস্য এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের মধ্যে গত ১২ জুন হতে তিনব্যাপী মধ্যম পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এবং ইন্দো-প্যাসিফিক এলাকার সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা, সহমর্মিতা ও সম্মিলিত প্রয়াসে একসঙ্গে এই এলাকার বৃহত্তর স্বার্থসম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং উপযুক্ত কর্মধারাকে নিরুপণের জন্য এই সম্মেলন প্রতিবছর অনুষ্ঠিত হয়। এ বছর বাংলাদেশ সেনাবাহিনী তৃতীয়বারের মতো এই বৈশ্বিক সম্মেলনের আয়োজন করবে। এ সম্মেলনে মিত্র দেশসমূহের সেনাবাহিনী সাম্প্রতিক গুরুত্বপূর্ণ নিরাপত্তা সম্পর্কিত বিষয়সমূহ বিবেচনায় নিয়ে এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘ইন্দো-প্যাসিফিক এলাকায় শান্তি এবং স্থিতিশীলতা রক্ষায় সম্ভাবনা এবং প্রতিকূলতা’ (Prospect and Challenges of Maintaining Peace and Stability and Indo-Pacific Region)। -বিজ্ঞপ্তি
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ