By: Daily Janakantha
ওয়েস্ট ইন্ডিজে টেস্টে বড় চ্যালেঞ্জ বাংলাদেশের
খেলার খবর
15 Jun 2022
15 Jun 2022
Daily Janakantha
শাকিল আহমেদ মিরাজ ॥ ওয়ানডেতে দুর্দান্ত বাংলাদেশ এখন আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লীগের এক নম্বরে। সবার আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত। কিন্তু টি২০র মতো টেস্টের অবস্থাও বেহাল। বছরের শুরুতে নিউজিল্যান্ডে এক টেস্ট জিতে কাঁপিয়ে দিলেও পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা সফর ও ঘরের মাঠে শ্রীলঙ্কার কাছে বিধ্বস্ত হয় মুমিনুল হকের দল। ধাক্কা সঙ্গী করে এবার ওয়েস্ট ইন্ডিজ সফর। বৃহস্পতিবার এ্যান্টিগা টেস্ট দিয়ে শুরু দুই ম্যাচের সিরিজ।
গত বছর ফেব্রুয়ারিতে দুই দলের সর্বশেষ টেস্ট হয়েছিল বাংলাদেশে, স্বাগতিকদের উড়িয়ে দিয়েছিল উইন্ডিজ। কাইল মেয়ার্সের ব্যাটিং ঝড় ও রাহকিম কর্নওয়ালের ঘূর্ণিতে চট্টগ্রাম ও ঢাকায় বিজয়ের পতাকা ওড়ায় ক্যারিবীয়রা। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরেও দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ২০১৮ সালের দুই টেস্টের চার ইনিংসে দলীয় সর্বোচ্চ রান ছিল ১৬৮। ৪৩ রানে অলআউটের লজ্জাও পেতে হয়েছিল। আরেকটি সফরে মাঠের দ্বৈথ যখন সামনে তখন বাংলাদেশকে ঘিরে আশার চেয়ে শঙ্কাই বেশি। যদিও এবার সাদা পোশাকের নেতৃত্বে ফিরেছেন সাকিব আল হাসান। দীর্ঘদিন পর টেস্ট খেলতে নামছেন আরেক তারকা মুস্তাফিজুর রহমানও।
যে সাকিব টেস্ট খেলতে আগ্রহি নন, সেই তাকে অধিনায়ক করা কতটা যুক্তিসঙ্গত, এমন আলোচনার মধ্যেই দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ না গিয়ে আমেরিকায় পরিবারের কাছে চলে যান এ তারকা অলরান্ডার। তাকে ছাড়াই উইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের সঙ্গে তিনদিনের একমাত্র প্রস্তুতি ম্যাচটি খেলে লিটন দাসের দল। ড্র ম্যাচে ব্যাটিংয়ে তামিম ইকবাল (অপরাজিত ১৬২) আর নাজমুল হোসেন শান্ত (৫৪) ছাড়ার আর কেউ সুবিধা করতে পারেননি। বোলিংয়ে তিনটি করে উইকেট নেন দুই পেসার এবাদত হোসেন ও মুস্তাফিজ। বাংলাদেশসহ উপমহাদেশে কুকাবুরা এবং এসজি বলে টেস্ট ম্যাচ হলেও ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজে খেলা হয় ডিউক বলে। যেখানে ব্যাটসম্যানদের জন্য অগ্নিপরীক্ষা। আবার মুস্তাফিজদের জন্য বল গ্রিপ করাটাও বড় বিষয় বলে জানিয়েছেন বোলিং কোচ এ্যালান ডোনাল্ড। তবে পেসার এবাদত আত্মবিশ্বাসী, ক্যারিবীয়দের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত তারা। প্রস্তুতি ম্যাচে তামিম, মুস্তাফিজের ভাল করাটাকে বিশেষভাবে উল্লেখ করেন তিনি। এদিকে মাঠে নামার আগেই ধাক্কা খেয়েছে সফরকারীরা। পিঠের ইনজুরিতে সফরে টেস্ট খেলা হচ্ছে না ইয়াসির আলী চৌধুরী রাব্বীর। ডানহাতি ব্যাটসম্যানের সুস্থ হতে দুই থেকে তিন সপ্তাহ লাগবে। পুরোপুরি ফিট হলে ওয়ানডে ও টি২০তে ফিরবেন তিনি।
ডানহাতি ব্যাটসম্যানকে দুর্ভাগা বলতেই হবে। সাকিবের আল হাসানের অনুপস্থিতি শেষ এক বছরে পাঁচ টেস্ট খেলেছেন ইয়াসির। সাকিব ফিরলে তাকে টিম কম্বিনেশনের কারণে থাকতে হতো দলের বাইরে। তবে এই সফরে সাকিব থাকার পরও তার সাদা পোশাকে খেলার সম্ভাবনা ছিল উজ্জ্বল। মুশফিকুর রহিম হজের কারণে ছুটি নেয়ায় দুই টেস্টে ইয়াসিরকেই তার পজিশনে বিকল্প হিসেবে দেখছিল টিম ম্যানেজমেন্ট। সেভাবে পরিকল্পনা করে তিনদিনের প্রস্তুতি ম্যাচে তাকে আগেভাগে ব্যাটিংয়ে নামিয়েছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু প্রথম দিন ব্যাটিংয়ের সময় পিঠের ইনজুরিতে পড়েন। স্ক্যানে তার লাম্বার মেরুদণ্ডে ডিসকোজেনিক ব্যাক পেইন ধরা পড়েছে। পাঁচ টেস্টে ইয়াসির ২৪.৫০ গড়ে ১৯৬ রান করেছেন। ফিফটি পেয়েছেন একটি। নিয়মিত স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলার সুযোগ আসে কম। এবার হাতের মুঠোয় সুযোগ এসেছিল। কিন্তু ইনজুরিতে ছিটকে গেলেন খেলা শুরুর আগেই। ঘরে-বাইরে ওয়েস্ট ইন্ডিজের কাছে শেষ দুটি সিরিজে হারা বাংলাদেশ কিছুদিন আগে দেশের মাটিতে শ্রীলঙ্কার কাছেও সিরিজ হারে। এবার কেমন করবে, আগামী কয়েক দিনেই মিলবে সেই প্রশ্নের উত্তর। তবে ওয়েস্ট ইন্ডিজ কোন ছাড় দেবে না, জানিয়ে দিয়েছেন ক্যারিবীয়দের সাদা পোশাকের অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট। ওয়েস্ট ইন্ডিজ টেস্টে ভাল ফর্মেই আছে। মার্চে দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিল তারা। প্রথম দুটি টেস্ট ড্রয়ের পর ১০ উইকেটে শেষ ম্যাচ জেতে স্বাগতিকরা। তবে ওই টেস্ট দলের অনেকেই নেই বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে। তারকা পেস বোলিং অলরাউন্ডার জেসন হোল্ডারকে বিশ্রাম দেয়া হয়েছে। কেমার রোচও পুরোপুরি ফিট নেন। নেই শ্যানন গ্রব্রিয়েলও। তিন নিয়মিত পেসারকে ছাড়াই মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ। তবে গত বছর বাংলাদেশে এসে ওয়েস্ট ইন্ডিজ যে টেস্ট সিরিজ জিতেছিল, সেই দলটিও খর্ব শক্তিরই ছিল। নিজেদের মাঠে বাংলাদেশ দুর্বল প্রতিপক্ষকে সামাল দিতে পারেনি। এবার তাদের মাটিতে পারবে তো? সেটিই দেখার অপেক্ষা।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ