By: Daily Janakantha
বার্লিন ওপেনে জয়ে শুরু পিসকোভা, আন্দ্রেস্কু, কাসাতকিনার
খেলার খবর
15 Jun 2022
15 Jun 2022
Daily Janakantha
স্পোর্টস রিপোর্টার ॥ জয় দিয়ে বার্লিন ওপেন শুরু করেছেন ক্যারোলিন পিসকোভা। মেয়েদের সিঙ্গেলসের প্রথম রাউন্ডে কাইয়া কানেপিকে ৬-৭ (৫), ৬-০, ৬-০ সেটে হারিয়েছেন চেক তারকা। গ্রাস কোর্টে এস্তেনিয়ান কানোপির কাছে প্রথম সেটে বিপাকে পড়লেও পরের দুই সেটে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছেন চতুর্থ বাছাই ও র্যাঙ্কিংয়ের সাত নম্বরে থাকা পিসকোভা। বার্লিনে বিয়াঙ্কা আন্দ্রেস্কু এবং দারিয়া কাসাতকিনাও নিজ নিজ ম্যাচে জয় দিয়ে আসর শুরু করেছেন। দ্বিতীয় রাউন্ডেই আন্দ্রেস্কুর মুখোমুখি হবেন পিসকোভা। কানাডিয়ান আন্দ্রেস্কু প্রথম রাউন্ডে চেক ক্যাটরিনা ¯িœকোভাকে হারিয়েছেন ৬-৪, ৪-৬, ৬-৪ সেটে। প্রথম সেটে উড়ন্ত শুরুর পর দ্বিতীয় সেটে খেই হারালেও তৃতীয় সেটে দাপট দেখান আন্দ্রেস্কু। দ্বিতীয় রাউন্ডে পিসকোভা-আন্দ্রেস্কু লড়াইটা তাই জমে উঠতে পারে।
আরেক ম্যাচে কাসাতকিনা হারিয়েছেন ইউক্রেনের আনহেলিনা ক্যালিনিনাকে। ২ ঘণ্টা ১৭ মিনিটের দ্বৈরথে ৫-৭ এ প্রথম সেট হারলেও পরের দুই সেটে ৬-৩, ৬-১এ দাপুটে জয় তুলে নেন। সেই অর্থে ওমেন্স সিঙ্গেলসে প্রথম দিনের তিন ম্যাচে তিন তারকাকেই হারতে হয় একটি করে সেটে। হয়ত গ্রাস কোর্টে মানিয়ে নিতেই তাদের এমন সমস্যায় পড়তে হয়। ইউক্রেনের পাশাপাশি রাশান টেনিস খেলোয়াড়রাও বার্লিন ওপেনে অংশ নিচ্ছেন। তবে রাশিয়ার পতাকা নয়, খেলছেন দেশটির টেনিস ফেডারেশেনের পতাকা নিয়ে। ক্যালিনান যে ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালিস্ট কাসাতকিনাকে প্রথম সেটে প্রথম সেটে ভড়কে দিয়েছিলে সেটি স্বীকার করেছেন তিনি, ‘মনের পাশাপাশি ম্যাচে ওকে শরীরের সঙ্গেও যুদ্ধ করতে হয়েছে।
আমি ঠিক দেখতে পাইনি কী ঘটেছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বুঝলাম ও গ্রাউন্ডসের দিকে তাকিয়ে কিছু একটা বলছে। ক্যালিনানের কাফ ক্র্যাম্পিং করেছিল। আমি এগিয়ে গিয়ে আইস দিলাম। দেখলাম সে আবার খেলার জন্য উঠে দাঁড়িয়েছে। ওর মনোবলের প্রশংসা করতেই হয়।’
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ