By: Daily Janakantha
কেন্দুয়ায় খেলার মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ
দেশের খবর
14 Jun 2022
14 Jun 2022
Daily Janakantha
নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ কেন্দুয়া উপজেলার বলাইশিমুল এলাকার শত বছরের পুরনো একটি খেলার মাঠ রক্ষার দাবিতে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ করেছেন। মঙ্গলবার দুপুরে খেলার মাঠে মিছিল ও মানববন্ধন করে তারা এ বিক্ষোভ প্রদর্শন করেন।
জানা গেছে, বলাইশিমুল এলাকার তিন শতাধিক নারী-পুরুষ এবং শিশু-কিশোর ও শিক্ষার্থী ব্যানার-ফেস্টুন নিয়ে বলাইশিমুল খেলার মাঠে জড়ো হন। পরে তারা প্রথমে মাঠের চারপাশ ঘুরে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে মাঠে দাঁড়িয়ে করেন মানববন্ধন। এ সময় মাঠটি দখল না করে উন্মুক্ত রাখার দাবি জানিয়ে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী হেলাল উদ্দিন, মাহতাব উদ্দিন, হাবিবুর রহমান, মামুন মিয়া, শিক্ষার্থী জহিরুল ইসলাম, ছবিরুল ইসলাম, আরিফুল হক, পলাশ, একেএম আজহারুল, গৃহিণী আরিফা আক্তার, লুৎফা আক্তার, মরিয়ম বেগম প্রমুখ। বিক্ষোভ চলাকালে স্থানীয় ইউএনও মাহমুদা বেগম ছাড়াও কয়েকজন কর্মকর্তা এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য মাঠে উপস্থিত ছিলেন। তারা প্রথমে বিক্ষোভ করতে নিষেধ করলেও বিক্ষোভকারীরা মানেননি। এ ব্যাপারে কেন্দুয়া উপজেলার ইউএনও মাহমুদা বেগম বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করার জন্য এটি অত্যন্ত উপযোগী জায়গা। তাই আমরা এ জায়গাটি বেছে নিয়েছি। ওই এলাকার ভূমিহীন ও গৃহহীনদেরই সেখানে আশ্রয় দেয়া হবে। গুটিকয়েক লোক বিরোধিতা করলেও বেশির ভাগ লোক ঘর নির্মাণের পক্ষে। তাছাড়া আদালতও প্রশাসনের পক্ষে রায় দিয়েছে।
ছাত্রীকে যৌন হয়রানি, যুবক গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর ॥ হাজীগঞ্জ উপজেলার লাউকরা গ্রামে এক মাদ্রাসাছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে শাওন আহমেদ (১৯) নামে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে হাজীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে মামলা করেছেন। শাওন ওই গ্রামের খলিল আনোয়ারের ছেলে। সোমবার বিকেলে ছালেহাবাদ এমএন ফাযিল মাদ্রাসা এলাকা থেকে শাওনকে গ্রেফতার করে পুলিশ। মামলার বিবরণ থেকে জানা গেছে, প্রতিদিন মাদ্রাসায় আসা-যাওয়ার পথে দশম শ্রেণীর ওই ছাত্রীকে যৌন হয়রানি করতেন শাওন আহমেদ।স্থানীয়রা ও শিক্ষার্থীর পরিবারের লোকজন থানা পুলিশকে জানায়। পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ