By: Daily Janakantha
অন্তর্জালে আফসানা মিমির ‘চক্রাকার’
সংস্কৃতি অঙ্গন
14 Jun 2022
14 Jun 2022
Daily Janakantha
সংস্কৃতি প্রতিবেদক ॥ মুঠোফোন দিয়ে নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চক্রাকার’। আর এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফসানা মিমি। নির্মাণ করেছেন রনি ভৌমিক। এরমধ্যে এটি উন্মুক্ত হয়েছে অন্তর্জালে, হচ্ছে প্রশংসিতও। রনি জানান, ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ছবিটির শূটিং করেছেন ভিভো এক্স ৮০ ৫জি মুঠোফোনের মাধ্যমে। সেই সূত্রে ১২ জুন ছবিটি উন্মুক্ত হয়েছে ভিভো বাংলাদেশের নিজস্ব ওয়েবসাইট ও সোশ্যাল হ্যান্ডেলে। মফস্বলের মধ্যবিত্ত পরিবারের এক মা ও ছেলের মধ্যকার সম্পর্ক এবং আলঝেইমারে আক্রান্ত হওয়ার প্রেক্ষাপট নিয়ে আবর্তিত হয়েছে স্বল্পদৈর্ঘ্যটির গল্প। ‘চক্রাকার’-এ আফসানা মিমি ছাড়াও অভিনয় করেছেন নোভা ফিরোজ, ইয়াশ রোহান ও আরিয়ান মোহাম্মদ দিহান।
রনি ভৌমিক বলেন, মোবাইল ফোন দিয়ে কাজ করার সুবিধা হচ্ছে, এটার ব্যবহার যেহেতু সহজ, তাই অনেক ডায়নামিক শট নেয়া যায়। মোবাইল ফোনে শূট করার অভিজ্ঞতা আমার জন্য একেবারেই নতুন। আমরা যারা প্রফেশনালি কাজ করি, তাদের জন্য এটা একটু চ্যালেঞ্জিং। তবে বড় আয়োজনের অপেক্ষা না করে এভাবে সহজেই দর্শকের সামনে নিজেদের কনটেন্ট নিয়ে হাজির হতে পারেন নতুন নির্মাতারা।
পরিচালনার পাশাপাশি ‘চক্রাকার’-এর চিত্রনাট্য লেখেন রনি নিজেই। চিত্রগ্রাহক ছিলেন মোহাম্মদ তৌকির ইসলাম।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ