‘আমি বিকট শব্দে ঘুম ভেঙ্গে বিছানা থেকে শুধু উঠে দাঁড়িয়েছি। এরমধ্যেই দেখি আমার রুমের ভেতরে ওরা। তাদেরই কেউ লাইট জ্বালানোর পর দেখি অস্ত্র হাতে ঘরভর্তি মানুষ। আমাদের তো একটা প্রাইভেসি আছে। আমরা সন্তানসহ স্বামী-স্ত্রী ঘুমিয়ে আছি। সেখানে তারা এভাবে কেন ঢুকে পড়বে?’
Source: বিবিসি বাংলা