By: Daily Janakantha
৮ দিনের সফরে কানাডা গেছেন বিমানবাহিনী প্রধান
অন্য খবর
14 Jun 2022
14 Jun 2022
Daily Janakantha
বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, সস্ত্রীক তিনজন সফরসঙ্গীসহ রবিবার ৮ দিনের সরকারী সফরে কানাডার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। কমান্ডার, রয়েল কানাডিয়ান বিমান বাহিনী লেফটেন্যান্ট জেনারেল এডি মেইনজিঞ্জারের আমন্ত্রণে বিমানবাহিনী প্রধান এই সফরে যান। কানাডা অবস্থানকালে তিনি কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা ববি কাওন এবং কানাডিয়ান গ্লোবাল এ্যাফেয়ার্সের সহকারী উপমন্ত্রী পল থোপিলের সঙ্গে সৌজন্য সাক্ষাত এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। সফরকালে বিমানবাহিনী প্রধান ভ্যাঙ্কুবার প্রদেশে অবস্থিত এ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ও রক্ষণাবেক্ষণ প্রতিষ্ঠান ‘কাসকেড এ্যারোস্পেস’ ম্যাক্সক্রাফট এভিওনিক্স ফ্যাসিলিটিজ’ এবং ‘হেলিওয়েল্ডার্স কানাডা ফ্যাসিলিটিজ’ পরিদর্শন করবেন। -আইএসপিআর
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ