By: Daily Janakantha
ছাত্রের আত্মহত্যা ॥ প্ররোচনাকারীদের গ্রেফতার দাবি
দেশের খবর
14 Jun 2022
14 Jun 2022
Daily Janakantha
নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ শিক্ষার্থী সিফাত হোসেনকে (১৪) আত্মহত্যার প্ররোচনাকারী আজহার আলী, সাজেদুর রহমানসহ সব অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নিহতের স্বজন, সহপাঠী ও এলাকাবাসী। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কীর্ত্তিপুর বাজারে সহপাঠী ও এলাকাসীর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণ করেন সর্বস্তরের জনগণ। এতে বক্তব্য রাখেন সিফাতের বাবা মিজানুর রহমান ও মা সাজলী বেগম।
বগুড়ায় ৬ জনের যাবজ্জীবন
স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদ-াদেশ দেয়া হয়েছে। যাবজ্জীবন কারাদ-াদেশ ছাড়াও ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদ-াদেশ দেয়া হয়। বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত (১) সোমবার এই রায় ঘোষণা করেন। দ-াদেশ প্রাপ্তরা হলেন- নবদীপ, নিত্যানন্দ, গৌরাঙ্গ, লক্ষ্মীচরণ, রাতেন ও রমনীকান্ত। সকলের বাড়ি গাবতলীর কৃষ্ণচন্দ্রপুর মাঝিপাড়ায়।
রংপুরে তিনজন
নিজস্ব সংবাদদাতা, রংপুর থেকে জানান, রংপুরের বদরগঞ্জ উপজেলায় কৃষক আশরাফুল ইসলাম হত্যা মামলায় তিন আসামির যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। রবিবার বিকেলে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক তারিক হোসেন এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত আসামি হলেন রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম ও নুর আলম।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ