By: Daily Janakantha
মায়ের জন্য ভালবাসা
অপরাজিতা
14 Jun 2022
14 Jun 2022
Daily Janakantha
আমার নাম ফাতেমা আক্তার। আমি উদ্দীপন বদর-সামছু বিদ্যানিকেতনের ৭ম শ্রেণীতে পড়ি। আমার মায়ের নাম লাখি বেগম। আমার মা একজন গৃহিণী। আমার ৬ মাস বয়সের সময় আমার বাবা-মায়ের সম্পর্কহীনতা হয়। তখন মা আমাকে নিয়ে আমার নানাবাড়ি চলে আসে। আমি যখন তৃতীয় শ্রেণীতে পড়ি তখন আমার আম্মা দ্বিতীয় বার বিয়ে করেন। আমার ভাইয়ের জন্ম হয় কিন্তু আমার পিএসি পরীক্ষার ১ মাস পূর্বে মা আমার কাছে আবার চলে আসে। তখন থেকে আমি আমার মায়ের সঙ্গে থাকি। আমাদের পরিবারে আয়ের উৎস আমার নানা। যদিও আমি জানি যে, আমার মা আমাকে খুবই ভালবাসে কিন্তু আমি মাকে সত্যিকারের ভালবাসা হয়ত দিতে পারি না। আসলে সত্যি বলতে কি মাকে নিয়ে খুব একটা বলা আমার পক্ষে দুঃসাধ্য। আমার খুব খারাপ লাগে আমার মাকে আমি ভালবাসা দিতে পারি না। আসলে সত্য বলতে কি আমি আমার মাকে নিয়ে কখনও ভাবি না। বিভিন্ন সময় আমার মনে অদ্ভুত যে সব প্রশ্ন জাগে তাই নিয়ে আমাকে দিনের পর দিন ভাবতে হয়। এসব প্রশ্ন নিয়ে ভাবার মধ্য দিয়ে আমি আমার মাকে খুব একটা সময় দিতে পারি না। মাকে খুশি করার একমাত্র উপায় আমার পরীক্ষার ফলাফল ভাল করা। এ ছাড়া বোধহয় অন্য কোন উপায় আমার নেই। তবে এটা সত্য যে, আমি আমার মাকে খুবই ভালবাসি কিন্তু এ ভালবাসা আমি কখনও প্রকাশ করতে পারি না। আসলে সেই ভালবাসা প্রকাশের সময় আমার নেই। আমি সব সময় আমার ভাবনা নিয়ে ডুবে থাকতে পছন্দ করি। আমি আমার রহস্যময় জগত নিয়ে ভাবতে পছন্দ করি কিন্তু আমি এ নিয়ে আশ্চর্য হই যে পৃথিবীর মধ্যে দ্বিতীয় ব্যক্তি আমার মা যাকে আমি ভালবাসি কিন্তু তাকে নিয়ে আমি ভাবতে পারি না। আমি এটা বলতে পারি যে আমার মা আমাকে যতটা ভালবাসে এ রকম খুব কম মা সন্তানকে ভালবাসতে পারে। আমার মায়ের ভালবাসা আমাকে প্রভাবিত করে। আজ আমার জীবনের সফলতার মূলে আছে আমার মা। আমার জীবনের প্রত্যেকটি অংশে আমার মা খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার মাকে খুবই ভালবাসি।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ