By: Daily Janakantha
সঙ্গীত পরিচালনায় ব্যস্ত রাকিব
সংস্কৃতি অঙ্গন
13 Jun 2022
13 Jun 2022
Daily Janakantha
সংস্কৃতি প্রতিবেদক ॥ চলতি সময়ের গায়ক, সুরকার ও সঙ্গীত পরিচালক রবিউল আলম রাকিব। তবে বর্তমানে তিনি সঙ্গীত পরিচালনাতেই বেশি ব্যস্ত সময় পার করছেন। তার সুর সঙ্গীতে জনপ্রিয় শিল্পী ফজলুর রহমান বাবু, ক্লোজআপ তারকা রাশেদ, রাজীব, প্রয়াত এ্যান্ড্রু কিশোর, কনকচাঁপা ও আঁখি আলমগীরসহ অনেকে কণ্ঠ দিয়েছেন। বর্তমানে বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে কাজ করছেন বলেও জানান তিনি। রাকিব বলেন, নিজে গাওয়ার পাশাপাশি অন্য শিল্পীদের জন্য গান করতে আমার বেশ ভাল লাগে। সুর ও সঙ্গীতের মধ্যেই নিজেকে খুঁজে পাই। গানের মানুষ, তাই গানের বাইরে অন্য কিছু করার পরিকল্পনা নেই। খুব শীঘ্রই শ্রোতাদের জন্য নতুন কিছু গান নিয়ে আসব। আগামীতেও এভাবে গানের সঙ্গে যুক্ত থাকব। ১৯৮৯ সালের ১৯ মার্চ নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন তরুণ এ গায়ক ও সঙ্গীত পরিচালক। ২০০৬ সাল থেকে সঙ্গীত পরিচালনা শুরু করেন তিনি।
তার বয়স যখন আট বছর, তিনি তার বাবার কাছ থেকে সঙ্গীতে প্রথম শিক্ষানবিশ পান। তার বাবা ছিলেন একজন পেশাদার চিকিৎসকের পাশাপাশি বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্ত গায়ক।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ