By: Daily Janakantha
‘দামপাড়া’ সিনেমায় ফেরদৌস-ভাবনা
সংস্কৃতি অঙ্গন
13 Jun 2022
13 Jun 2022
Daily Janakantha
সংস্কৃতি প্রতিবেদক ॥ শুদ্ধমান চৈতনের প্রথম সিনেমা ‘দামপাড়া’। এতে গুরুত্বপূর্ণ চরিত্র এসপি শামসুল ইসলামের স্ত্রী মাহমুদা হক চৌধুরীর ভূমিকায় অভিনয় করছেন আশনা হাবিব ভাবনা। এরই মধ্যে চট্টগ্রামে একটি গানের দৃশ্যায়নের মধ্য দিয়ে সিনেমার শূটিং শেষ হলো। এই সিনেমার গল্প, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন আনন জামান। সিনেমায় এসপি শামসুল ইসলামের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। ভাবনা বলেন, সিনিয়র শিল্পীদের সঙ্গে কাজ করতে খুব ভাল লাগে। কারণ, তাদের কাছ থেকে কাজের বাইরেও অনেক কিছু শেখ যায়। ফেরদৌস ভাই ডাউন টু আর্থ এবং কো-আর্টিস্ট হিসেবে তার সঙ্গে কাজ করে ভীষণ ভাল লেগেছে। নতুন নির্মাতা হিসেবে চৈতনের সিনেমা নির্মাণকে ঘিরে ভীষণ উচ্ছ্বাস যেমন ছিল তার মধ্যে, ঠিক তেমনি অনেক শ্রমও দিয়েছেন। তার শতভাগ সৎ চেষ্টা ছিল, সেটা সকল শিল্পীর মধ্যেও ছিল। চিত্রনাট্যকার আনন জামান একটি অসাধারণ চিত্রনাট্য রচনা করেছেন। যে চিত্রনাট্য পড়ে আমার কাছে মনে হয়েছে যে, আমি এ সিনেমায় কাজ করতে চাই। শ্রদ্ধেয় মাহমুদা আন্টি এখনও বেঁচে আছেন, বিধায় তার কাছ থেকে অনেক কিছু জেনে, তার মতো একজন জীবন্ত কিংবদন্তির চরিত্রে অভিনয় করাটাই ছিল আমার জন্য চ্যালেঞ্জ।
ফেরদৌস আহমেদ বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্সে অস্ত্রের গুদামঘরের দায়িত্ব ছিল এসপি শামসুল ইসলামের কাছে। পাকিস্তানী আর্মিরা তার কাছে গুদামঘরের চাবি চেয়েছিল। কিন্তু তিনি পাকিস্তানী আর্মিদের সঙ্গে একটি গেম খেলে সমস্ত অস্ত্র চট্টগ্রামসহ সারাদেশে ছড়িয়ে দেন।
যে কারণে পরবর্তীতে যুদ্ধ শুরু হওয়ার পর আর্মিরা তাকে অবর্ণনীয় নির্যাতনের মাধ্যমে খুন করে। এমন একটি চরিত্রে অভিনয় করতে পেরে আমি ভীষণভাবে গর্বিত। এতে আমার স্ত্রীর ভূমিকায় ভাবনা অসাধারণ অভিনয় করেছে। ভাবনা ভীষণ ডেডিকেটেড একজন শিল্পী।
চলতি বছরেই ‘দামপাড়া’ মুক্তির পরিকল্পনা রয়েছে। এর আগে ভাবনা অভিনীত অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ঙ্কর সুন্দর’ ও নুরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমা মুক্তি পায়। এদিকে ফেরদৌস বর্তমানে ব্যস্ত রয়েছেন দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় ‘সুজন মাঝি’ সিনেমার কাজ নিয়ে।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ