By: Daily Janakantha
বোনের চিতায় ভাইয়ের ঝাঁপ!
বিদেশের খবর
13 Jun 2022
13 Jun 2022
Daily Janakantha
বোনের মৃত্যুশোক সহ্য করতে না পেরে জ্বলন্ত চিতায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন ভাই। ভয়াবহ ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের মাঝগাঁও গ্রামে। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গত ১০ জুন ভারতের মধ্যপ্রদেশের মাঝগাঁও গ্রামে একটি কূপে পা পিছলে পড়ে মৃত্যু হয় জ্যোতি দাগার। শনিবার জ্যোতির শেষকৃত্য সম্পন্ন হয়। চিতা জ্বালিয়ে জ্যোতির পরিবার এবং গ্রামের অন্যান্য বাসিন্দা ঘরে ফিরে যান। এরপরই জ্যোতির জ্বলন্ত চিতার সামনে হাজির হন তার চাচাত ভাই করণ (২১)। আচমকাই তিনি চিতায় ঝাঁপ দেন। -এনডিটিভি
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ