হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া থেকে পাহাড়ের শুরু। পুরাতন মহাসড়ক দিয়ে কামাইছড়া থেকে প্রায় ৫ কিলোমিটার গেলে মুচাই পাহাড়ি বাজার। এ বাজারে প্রবেশ করলে একটি বারোমাসি ফলের দোকান চোখে পড়বে। দোকানটির মালিক মো. আক্কাছ আলী। তার এ দোকানে বারোমাসি ফল পাওয়া যায়। সকাল থেকে রাত ১০টা পর্যন্ত দোকানে ফল বিক্রি চলে। সড়ক দিয়ে চলাচলকারীদের কাছে ফলের এ দোকানটি বেশ জনপ্রিয়।
Source: রাইজিং বিডি