রাতে বাবার বুকে মাথা রেখে ঘুমাবে বলে অপেক্ষায় জেগে রাত কাটায় পাঁচ বছরের ছোট্ট শিশু সিনহা। তার বিশ্বাস বাবা দূরে কোথাও কাজে গেছেন। বাসায় ফিরবেন কয়েকদিন পর। কোলে তুলে নিয়ে আদর করবেন। কপালে চুমু দিবেন। দোকান থেকে নাস্তা কিনে দিবেন। মাদরাসায় নিয়ে যাবেন। রাতে বাবার বুকে মাথা রেখে ঘুমাবেন। সেই আশা নিয়ে প্রতিদিন রাতে অপেক্ষায় থাকে সিনহা। গভীর রাত পর্যন্ত অপেক্ষায় থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে।
Source: রাইজিং বিডি