By: Daily Janakantha
সৌদি আরবে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
জাতীয়
13 Jun 2022
13 Jun 2022
Daily Janakantha
অনলাইন ডেস্ক ॥ সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মো. জাহাঙ্গীর কবির (৫৯) নামের এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তার পাসপোর্ট নম্বর- A01012228। তিনি চাঁপাইনবাবগঞ্জ মিস্ত্রীপাড়ার বাসিন্দা।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন সিস্টেমের ওয়েবসাইটে বলা হয়েছে ১১ জুন মারা যান জাহাঙ্গীর কবির। ১১ জুনই BG3013 ফ্লাইটে জেদ্দা পৌঁছান জাহাঙ্গীর কবির। এবারের হজ মৌসুমে এই প্রথম কোনো বাংলাদেশি সৌদি আরবে মৃত্যুবরণ করলেন।
১২ জুন পর্যন্ত বাংলাদেশ থেকে ৭ হাজার ৫৭৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৬৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৪ হাজার ৩০৫ জন।
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ