রিয়া গোপ নামের ছয় বছরের ফুটফুটে শিশুটি সারা বাড়ি মাতিয়ে রাখতো। এ বছর নারায়ণগঞ্জের নয়ামাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে ভর্তি হয়েছে। ঘরের বাইরে তার খেলার জায়গা বলতে বাড়ির খোলা ছাদ। প্রতিদিনের মতো শুক্রবার (১৯ জুলাই) দুপুরের খাবার খেয়ে ছাদে যায় রিয়া। কিন্তু হঠাৎ ভবনের নিচে ও চারপাশে হৈচৈ, চিৎকার চেঁচামেচি আর গুলির শব্দ শুনে দৌড়ে ছাদে যান মেয়েকে ঘরে আনতে দীপক কুমার গোপ। মেয়েকে কোলে তুলে নিতেই বুলেট এসে বিদ্ধ হয় রিয়ার মাথায়। মুহূর্তেই ঢলে পড়ে বাবার কোলে।
Source: রাইজিং বিডি