যুদ্ধে মোতায়েন অনেকের মতোই গাড়িতে থাকা সৈন্যরা এই ছোট্ট ‘ব্ল্যাকবক্স’কে বেশ সম্মানের সঙ্গে দেখে। কারণ মাথার উপরে থাকা বিপদ (ড্রোন) সম্পর্কে সচেতন করে দেয় ওই ছোট্ট যন্ত্র।গাড়ির ছাদে রয়েছে মাশরুমের মতো দেখতে তিনটে অ্যান্টেনা যেগুলো ‘ড্রোন জ্যামিং’-এর কাজ করে।
Source: বিবিসি বাংলা