কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আহতদের অনেকে নানান ঝক্কি পার করে হাসপাতালে ভর্তি হয়েছেন। কেউ কেউ আবার এক হাসপাতালে ভর্তি হতে না পেরে অন্যত্র ছুটেছেন। হাসপাতালে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে আন্দোলনকারীদের মধ্যে নিরাপত্তাসহ নানান শঙ্কা কাজ করেছে। ফলে আহত অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েই হাসপাতাল ছেড়েছেন। অন্যদিকে, হঠাৎ করে রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষও হিমশিম খেয়েছেন বলে জানা যাচ্ছে।
Source: বিবিসি বাংলা