কোটা সংস্কারের আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ মারা গেছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে রাজধানীর সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। নিশ্চিত করেছেন সিটি হাসপাতালের সহকারী ব্যবস্থাপক ওসমান গণি।তিনি বলেন, ফারহানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।ওসমান গণি আরও জানান, এখন পর্যন্ত অন্তত ২০০ জন আহত হয়ে তাদের হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের বেশিরভাগই শিক্ষার্থী। এখনো আহতরা হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসছেন। এদিকে ফারহানের মা নাজিয়া খান ফেসবুকে আবেগঘন স্ট্যাটাসে ছেলের মৃত্যুর বিচার দাবি করেছেন। স্ট্যাটাসে তিনি ফারহানের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে লেখেন, এটা আমার ফারহান ফাইয়াজ। সে এখন মৃত। আমি বিচার চাই।এমএইচ
Source: সময়ের কন্ঠস্বর