পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কার্যকলাপের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১১টায় পৌর শহরের বিজয় চত্বর সংলগ্ন এশিয়ান হাইওয়ে সড়কে তারা অবস্থান নেন। দেবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ড ও মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় সন্তান কমাণ্ডের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা ছাড়াও আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের অনেকেই মানববন্ধনে অংশ নেন।মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ডের দেবীগঞ্জ উপজেলার আহ্বায়ক দীপঙ্কর রায়ের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার স্বদেশ চন্দ্র রায়, ডেপুটি কমাণ্ডার লিয়াকত আলী, যুদ্ধকালীন ডেপুটি কমাণ্ডার মনমথ নাথ রায়, দেবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ডের উপদেষ্টা আ.স.ম নুরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ প্রমুখ।ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, কোটা সংস্কারের বিপক্ষে আমরা নই। বর্তমানে সেটি আদালতে বিচারাধীন। আদালতের রায়ের পরই সরকার কোটা সংস্কারের বিষয়টি নিয়ে কাজ শুরু করবেন। কিন্তু তার আগে আন্দোলনের নামে সারা দেশে যে নৈরাজ্য তৈরি করা হচ্ছে। তা বন্ধ করতে হবে। নয়তো আমরা মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা সেই নৈরাজ্য প্রতিহত করতে মাঠে নামবো। স্বাধীন বাংলাদেশের জন্মলগ্নে যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছেন তাদের ত্যাগকে খাটো করে দেখার কোন সুযোগ নেই। তাদের ত্যাগের জন্য আজকের এই বাংলাদেশ। তাই অরাজকতা নয় বরং আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধানে এগিয়ে আসা উচিত বলে বক্তারা মত প্রকাশ করেন।এআই
Source: সময়ের কন্ঠস্বর