By: Daily Janakantha
মহানবীকে কটূক্তি ॥ ঝাড়খণ্ডে সহিংসতায় নিহত ২
বিদেশের খবর
11 Jun 2022
11 Jun 2022
Daily Janakantha
মহানবী হজরত মোহাম্মদকে (সা.) নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ-প্রতিবাদ হয়েছে ভারতের পূর্বাঞ্চলীয় ঝাড়খণ্ড প্রদেশে। শনিবার সেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সহিংসতায় অন্তত দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জনের বেশি। এর মধ্যে ১০ জন পুলিশ সদস্য আছেন। খবর এনডিটিভির।
এদিকে হাওড়ায় সহিংসতার ঘটনা পরিদর্শনে যাওয়ার সময় বিজেপির পশ্চিমবঙ্গ সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ। দেশটির সংবাদমাধ্যম বলছে, মহানবীকে অবমাননার অভিযোগে ঝাড়খণ্ডের রাঁচিতে বিক্ষোভ-সহিংসতা হয়েছে। রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স কর্তৃপক্ষ পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের পর হাসপাতালে নিয়ে আসা আহত দুজন মারা গেছেন বলে নিশ্চিত করেছে। সংঘর্ষে আহত ২২ জনের মধ্যে ১০ জনই পুলিশ সদস্য। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ঝাড়খণ্ড পুলিশ। এর আগে বৃহস্পতিবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের পর ঝাড়খণ্ডের রাজধানীর বিভিন্ন অংশে কার্ফু জারি করা হয়। বিক্ষোভকারীরা মহানবীকে (সা.) অবমাননাকারী বিজেপির বরখাস্তকৃত নেত্রী নূপুর শর্মার গ্রেফতার দাবি করেছেন।
বৃহস্পতিবার বিক্ষোভের সময় লোকজন পুলিশকে
লক্ষ্য করে ইট-পাটকেল ও পাথর নিক্ষেপ করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে এবং লাঠিচার্জ করে। শনিবার রাঁচির প্রধান সড়কে একদল জনতা জড়ো হয়ে নূপুর শর্মা এবং বিজেপির দিল্লী শাখার সাবেক গণমাধ্যম প্রধান নবীন জিন্দালের গ্রেফতার দাবিতে স্লোগান দেয়। পরে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।
ঝাড়খ-ের মতো ভারতের অন্তত ৯টি প্রদেশে গত কয়েক দিন ধরে এই ধরনের বিক্ষোভ প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। মহানবীকে অবমাননার প্রতিবাদে দেশটির সংখ্যালঘু মুসলিমরা অভিযুক্তদের গ্রেফতার এবং শাস্তির দাবিতে বিক্ষোভ করে আসছেন। ঝাড়খ- পুলিশের প্রধান অনশুমান কুমার গুলিতে দুজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তবে, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন তিনি। ক্ষতিগ্রস্ত এলাকায় বিধিনিষেধ জারি রয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, রবিবার পর্যন্ত ওই এলাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়া হয়েছে।
পাপ বিজেপি করেছে, মানুষ কেন ভোগ রবেÑমমতা ॥ মহানবীকে (সা.) নিয়ে বহিষ্কৃত বিজেপি নেতার মন্তব্যের জের ধরে টানা দুইদিন ধরে ভারতের পশ্চিমবঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিক্ষোভকারীরা। আর এতে ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কিছু রাজনৈতিক দল দাঙ্গা বাধানোর চেষ্টা করছে। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, বিজেপির ‘পাপের’ জন্য মানুষ কেন দুর্ভোগের শিকার হবে? এক টুইট বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘আমি আগেও বলেছি। এবার টানা দুইদিন হাওড়ার স্বাভাবিক জীবন বিঘিœত হচ্ছে এবং সহিংসতা ঘটানো হচ্ছে।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ