By: Daily Janakantha
একদিনে দুই বাংলায় মিথিলা
সংস্কৃতি অঙ্গন
11 Jun 2022
11 Jun 2022
Daily Janakantha
সংস্কৃতি ডেস্ক ॥ জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বর্তমানে সিনেমাতেই বেশি ব্যস্ত সময় পার করছেন তিনি। শুধু বাংলাদেশেই নয়, ওপার বাংলার সিনেমাতেও এরমধ্যে জায়গা করে নিয়েছেন। এবার একইদিনে দুই বাংলায় দুটি সিনেমা নিয়ে দর্শকের সামনে আসছেন তিনি। আগামী ১৭ জুন প্রথমবারের মতো নায়িকা হয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন এ গ্ল্যামারকন্যা। একইদিনে বাংলাদেশের সিনেমা হলে আসছে তার অভিনীত ‘অমানুষ’, আর কলকাতার সিনেমা হলে ‘আয় খুকু আয়’। এটি নিয়ে অভিনেত্রী বেশ উচ্ছ্বসিত। অপেক্ষায় আছেন দুই বাংলার দর্শক কিভাবে তাকে গ্রহণ করেন সেটা দেখার। অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমার মাধ্যমেই বড় পর্দায় নাম লেখান জনপ্রিয় এই অভিনেত্রী। যেখানে তিনি জুটি বেঁধেছেন চিত্রনায়ক নিরব হোসেনের সঙ্গে। এছাড়া সিনেমাটিতে অভিনয় করেছেন নওশাবা, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদ প্রমুখ। সম্প্রতি ‘অমানুষ’ সিনেমার ট্রেলার উন্মুক্ত হয়েছে। সেখানে তাকে পাওয়া যায় গ্ল্যামারাস ও এ্যাকশন লুকে। মূলত গহীন জঙ্গলের গল্প এটি, যেখানে আটকা পড়েন মিথিলা। আর নিরব হলেন বনদস্যু। এই সিনেমা নিয়ে মিথিলা বলেন, ‘গল্পটা ভালো। মানে আলাদা বিষয় আছে। নিরবের লুকটা আলাদা, চোখে লাগার মতো। দর্শকরা সিনেমা হলে আমাদের দেখতে এলে খুশি হব।’ অন্যদিকে, ওপার বাংলার ‘আয় খুকু আয়’ সিনেমাতে তার সহশিল্পী প্রসেনজিত চট্টোপাধ্যায়। সিনেমায় টলিউড সুপারস্টার প্রসেনজিত চ্যাটার্জির স্ত্রীর ভূমিকায় দেখা যাবে তাকে।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ