By: Daily Janakantha
বালু মহাল লিজ নিয়ে কাটা হচ্ছে জমির মাটি
দেশের খবর
12 Jun 2022
12 Jun 2022
Daily Janakantha
নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ বদলগাছী উপজেলায় ছোট যমুনা নদীর বালু মহাল লিজ নেয়ার নামে ৩ ফসলি জমির মাটি কাটার অভিযোগ পাওয়া গেছে। গ্রামবাসী জানায়, দেউলিয়া মৌজা লিজের আওতায় নেই। তার পরেও বালু মহাল ইজারাদার দেউলিয়া স্কুলের পাশে ড্রেজিং করে বালু তুলতে লাগলে নদীতে বালু না থাকায় বালু মহাল ইজারাদার দেউলিয়া ঘাট থেকে সরিয়ে নেন ড্রেজার। বালু মহাল ইজারাদারের এক সহযোগী হাফিজুর রহমান জানায়, ৭ দিন থেকে দেউলিয়া ঘাটে ড্রেজিং করে ৪ গাড়ি বালুও মিলেনি। নদীতে বালু নেই তাই সরিয়ে নেয়া হচ্ছে ড্রেজার। এলাকাবাসী জানায়, এই নদীর গর্ভে বালু ফুরিয়ে গেলেও প্রতি বছর অব্যাহত রয়েছে লিজ প্রক্রিয়া। বালু মহাল লিজের নামে বছর পর বছর কাটা হচ্ছে নদী পারের ৩ ফসলি জমির মাটি।
পরিকল্পনা বিহীন বালু মহাল লিজের নামে ফসলি জমি নষ্ট হওয়ায় আগামীতে এই উপজেলার খাদ্য উৎপাদন লক্ষ্যমাত্রার ওপর মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কায় উদ্বিগ্ন এলাকাবাসী। চলতি সনে ইজারাদার নদীতে বালু না পেয়ে নদী পারের ৩ফসলি জমির মাটি কাটতে লাগলে এলাকাবাসীর বাধার মুখে পড়ে। তথ্য সংগ্রহকালে দেউলিয়া গ্রামের বিপ্লব, রুবেল, আলামিন জানায়, লিজের তালিকায় রয়েছে তেজাপাড়া মৌজা। কিন্তু বালু মহাল ইজারাদার জোরপূর্বক দেউলিয়া মৌজায় এসে ফসলি জমির মাটি কাটছে।
গ্রামবাসী বাধা দিয়ে না শোনায় সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী মুস্তাফিজুর রহমান তদন্তে এসে অবৈধভাবে মাটিকাটা বন্ধ করে দেন। বালু মহাল ইজারাদার তপন কুমার ম-ল জানায়, ছোট যমুনার বালু মহাল ইজারা পাওয়ার পর এনায়েতপুর মৌজায় গিয়ে ছিলাম। তখন জমিতে বোরো ধান ছিল। পরে অনেকে পাট বুনেছে।
ভূমি অফিসের সার্ভেয়ার ও তহসিলদার লাল ফ্লাগ দিয়ে জমি মাপজোখ করে বের করে দেয়। আমরা কাটতে গেলে লোক জন বাধা দেয়। অনেক টাকা দিয়ে বালু মহাল ডেকেছি আমরা যাব কোথায়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী মোস্তাফিজুর রহমান জানান, বালু বাদে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। একই কথা বললেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ