By: Daily Janakantha
বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্নকারী দলের ওপর হামলা, নিহত এক
দেশের খবর
12 Jun 2022
12 Jun 2022
Daily Janakantha
স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নে শুক্রবার রাতে অবৈধ বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে হামলায় আব্দুল হান্নান (৩৯) নামে পল্লী বিদ্যুত সমিতির এক কর্মী নিহত হয়েছেন। তিনি পল্লী বিদ্যুত সমিতির অফিস সহকারী পদে কর্মরত ছিলেন। এ ঘটনায় পল্লী বিদ্যুতের জোনাল অফিসের এজিএমসহ ৬ জন আহত হন। পুলিশ ৫ জনকে আটক করেছে।
পল্লী বিদ্যুত সমিতি ও শিবগঞ্জ থানা পুলিশ জানায়, শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নে পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিস রয়েছে। এর আওতায় আটমুল ইউনিয়নসহ আশপাশের কয়েকটি এলাকায় বিদ্যুত সরবরাহ হয়। সাব জোনাল অফিসের এজিএম রাকিবুজ্জামানসহ পল্লী বিদ্যুতের ৭ জনের একটি টিম রাত ১১টার দিকে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে যান। পল্লী বিদ্যুতর এই টিম ভাইয়েরপুকুর বাজারের পাশে আবু সাঈদ ও আব্দুল হালিম নামে দুই ভাইয়ের বাড়িতে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে সেখানকার লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লোকজন তাদের ঘিরে ধরে মারপিট ও আটকে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে প্রথমে ৬ জনকে উদ্ধার করলেও সংযোগ বিচ্ছিন্ন করতে যাওয়া টিমের সদস্য অফিস সহকারী আব্দুল হান্নান নিখোঁজ ছিলেন। পরে পুলিশ ও পল্লী বিদ্যুত সমিতির কর্মীরা খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে এক ধান খেতে তাকে আহত অবস্থায় পায়। তাকে উদ্ধার করে রাত ৩টার দিকে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, তার নাক মুখে রক্ত ছিল।
হামলাকারীদের হাত থেকে রক্ষার জন্য সে দৌড়ে যাওয়ার চেষ্টা করছিল। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) জানান, তারা সেখানে গিয়ে প্রথমে পল্লী বিদ্যুতের ৬ জনকে উদ্ধার করেন। পরে আরও একজনকে ধানখেত থেকে উদ্ধার করলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অবৈধ বিদ্যুত সংযোগ ব্যবহারকারীদের মধ্যে আবু সাঈদ ও রেজাউল নামে ২ ব্যক্তিসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ