By: Daily Janakantha
অদম্য ইচ্ছা
প্রথম পাতা
11 Jun 2022
11 Jun 2022
Daily Janakantha
বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ গাজীপুরের মাওনার বাসিন্দা বেলায়েত শেখ ৫৫ বছর বয়সে ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন। শনিবার বিশ্ববিদ্যালয়ের এফ এম মুজিবুর রহমান গণিত ভবনের ৮ম তলার ৮০২ নম্বর কক্ষে তিনি পরীক্ষা দেন। পরীক্ষা ভাল হলেও এত বেশি প্রতিযোগিতায় টিকতে পারবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
ঢাবিতে পড়ালেখা করার স্বপ্ন ছিল বেলায়েতের। কিন্তু নানা সমস্যায় তিনি তা পারেননি। চেয়েছিলেন সন্তানরাও ঢাবিতে পড়বে। কিন্তু তাও হয়নি। তাই এসএসসি ও এইচএসসি পরীক্ষা দিয়ে নিজেই নেমে পড়লেন স্বপ্ন পূরণে। ঢাবিতে ভর্তির সুযোগ পেলে তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়ার আগ্রহ প্রকাশ করেছেন।
আর্থিক দুরবস্থাসহ বিভিন্ন সমস্যার কারণে ১৯৮৩ সালে নবম শ্রেণীতে থাকা অবস্থায় বেলায়েত শেখ পড়ালেখা ছেড়ে দিয়েছিলেন। এরপর ২০১৭ সালে ঢাকার বাসাবোর দারুল ইসলাম আলিম মাদ্রাসা থেকে ৪ দশমিক ৪৩ জিপিএ নিয়ে তিনি এসএসসি (ভোকেশনাল) এবং ২০২১ সালে রামপুরার মহানগর কারিগরি স্কুল এ্যান্ড কলেজ থেকে জিপিএ ৪ দশমিক ৫৮ এইচএসসি (ভোকেশনাল) পেয়ে পাস করেন। বেলায়েত পেশায় একজন সাংবাদিক। দৈনিক করতোয়া পত্রিকার শ্রীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ