জোনাথন জ্যাকব মায়ার শুক্রাণু ব্যবহার করে সন্তান ধারণ করা নারীদের নিয়ে করা তথ্যচিত্রটি গত তেসরা জুলাই নেটফ্লিক্সে মুক্তি পায়। নিজেকে নিয়ে নির্মিত তথ্যচিত্রটিকে “বিভ্রান্তিকর” বলে মন্তব্য করেছেন শত শত সন্তানের জন্ম দেয়া এই ডাচ শুক্রাণুদাতা।
Source: বিবিসি বাংলা