কুষ্টিয়ার ছয় উপজেলার অনেক কৃষক বায়ার কোম্পানির ‘ধানী গোল্ড’ হাইব্রিড জাতের ধানের বীজ কিনে প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভালো ফলনের আশায় চড়া দামে এ বীজ কিনলেও ৪০ শতাংশ বীজ থেকে গছাচ্ছে না চারা। এছাড়াও গজানো চারাগুলো রোগাটে হওয়ায় ফলন নিয়েও শঙ্কা রয়েছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা কৃষকদের। ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতিপূরণ ও তদন্তের দাবি জানিয়েছেন।
Source: রাইজিং বিডি