ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে খোঁজ পাওয়া গিয়েছে ‘ফিগারেটিভ আর্ট’ বা আলংকারিক গুহা শিল্পের প্রাচীনতম উদাহরণের। অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ার বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন প্রাচীনতম এই চিত্রকলার যা শুধু মানব সভ্যতায় শিল্পের বিকাশের দিক থেকেই গুরুত্বপূর্ণ হয়, মানবচিন্তার বিকাশ এবং তার বিবর্তনের বিষয়েও নতুন এক দিশার সন্ধান দিয়েছে।
Source: বিবিসি বাংলা