জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবন যেন চিরায়ত বাংলার এক খামারবাড়ি। শাকসবজি, ফুল-ফল, পশু-পাখি, মাছ; কী নেই সেখানে। প্রধানমন্ত্রী শুধু রাষ্ট্রপ্রধানের গুরুদায়িত্বই সামলান না, খোঁজ-খবর রাখেন এসবেরও। কখনো কখনো নিজের হাতে পশু-পাখিকে খাবার দেন, কাছে নিয়ে আদর করেন পরম মমতায়।
Source: রাইজিং বিডি