আর মাত্র এক দিন পরেই পবিত্র ঈদুল আজহা। ঈদকে কেন্দ্র করে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো জমে উঠেছে। শেষ মুহূর্তে পশু কিনতে হাটগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিক্রি হচ্ছে হাজার হাজার পশু। সেই সঙ্গে হাটের আশপাশের প্রধান সড়কসহ অলিগলির ফুটপাতে বা ভ্যানে করে পশুখাদ্য ও কোরবানির অনুষঙ্গের সম্ভার নিয়ে বসেছেন মৌসুমি ব্যবসায়ীরা। তবে গত বছরের তুলনায় এবার পশুখাদ্য ও কোরবানির অনুষঙ্গ বেশি দামে বিক্রি হচ্ছে। আর বেশিরভাগ ভ্রাম্যমাণ পশুখাদ্যের দোকানগুলো পরিচালনা করছে শিশু ও কিশোররা। তবে মৌসুমি ব্যবসা হিসেবে কিশোরীরাও এ কাজ করছেন।
Source: রাইজিং বিডি