অচেনা মানুষ দেখলেই হয়ে উঠে ক্ষিপ্ত। করে বাঘের গোঙানির মতো আওয়াজ। তাইতো বাঘের সঙ্গে মিলিয়ে নাম রাখা হয়েছে ‘বাঘা’। তবে মালিকের সামনে ভীষণ শান্ত। গত দেড়বছর ধরে নিজের সন্তানের মতো পরম যত্ন আর ভালবাসায় ‘বাঘা’ নামের এই ষাঁড়টিকে কোরবানিতে বিক্রির উপযোগী করে তুলেছেন শরীয়তপুরের বিলকিস ও ফারুক দম্পতি। ২০ মনের এই বাঘার দাম হাঁকানো হচ্ছে ১০ লাখ টাকা।
Source: রাইজিং বিডি