পলি জমে ভরাট হয়ে গেছে মাগুরার নবগঙ্গা, কুমার, ফটকি, চিত্র, গড়াই, মধুমতি, হানু ও বেগবতী। এসব নদ-নদী বছরের পর বছর ধরে জমা পলি অপসারণ না করায় এখন মরা খালে পরিনত হয়েছে। এতে পরিবেশের চরম বিপর্যয় ঘটছে। অন্যদিকে জীব বৈচিত্র পড়ছে চরম হুমকিতে।
Source: রাইজিং বিডি