By: Daily Janakantha
মহাকাশ থেকে দেখা যাবে টিভি সিরিয়াল
প্রথম পাতা
23 May 2022
23 May 2022
Daily Janakantha
নতুন টিভি সিরিজের বাজারজাতকরণ কৌশল হিসেবে এক অভিনব পন্থা বেছে নিয়েছে এ্যামাজন প্রাইম ভিডিও। নতুন সায়েন্স ফিকশন সিরিজ ‘নাইট স্কাই’ এর প্রথম এপিসোড পৃথিবীর বায়ুম-ল ছাড়িয়ে মহাকাশে প্রচার করেছে সাবস্ক্রিপশনভিত্তিক ভিডিও স্ট্রিমিং সেবাটি। স্যাটেলাইট সেবাদাতা প্রতিষ্ঠান ‘এসইএস’ এবং ‘ইনটেলস্যাট’ ভূমিতে অবস্থিত নিজস্ব স্টেশন এবং মহাকাশে থাকা নিজস্ব স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশে পাঠিয়েছে টিভি সিরিজের এপিসোডটি। তবে এপিসোডের সিগনাল কোন ব্রডকাস্ট স্যাটেলাইট ধরে সেটি আবার পৃথিবীতে ফেরত পাঠানোর সম্ভাবনা নেই বলে বিবৃতিতে জানিয়েছে এ্যামাজন। এ্যামাজন বলছে, এসইএস এবং ইনটেলস্যাটের সিগনালটি গ্রহণ করা যাবে কেবল পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে অন্তত তিন লাখ ৮৪ হাজার কিলোমিটার দূরত্বে থাকতে হবে, যা পৃথিবী থেকে চাঁদের দূরত্বের সমান। অর্থাৎ এ্যামাজনের নতুন সিরিজের প্রথম এপিসোড দেখার সুযোগ পাবেন কেবল মহাকাশের এলিয়েনরাই। এ্যামাজন প্রাইম ভিডিও দাবি করছে, তারা কেবল মহাকাশে কনটেন্ট পাঠানো প্রথম স্ট্রিমিং সেবাই নয়, বরং ‘স্বেচ্ছায় কোন টিভি অনুষ্ঠানের সিগনাল সর্বোচ্চ দূরত্বে পাঠানোর’ কৃতিত্বও তাদের। পৃথিবীর চাঁদের ওপারে থাকা এলিয়েনদের হাতে সঠিক যন্ত্রপাতি থাকলেই তারা এপিসোডটি উপভোগ করতে পারবেন। -এনগ্যাজেট
The Daily Janakantha website developed by BIKIRAN.COM
Source: জনকন্ঠ