ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন সম্প্রচার সংস্থা প্রসার ভারতী তার চ্যানেল ‘ডিডি নিউজ’-এর লোগো লাল থেকে ‘গেরুয়া’ করে দিয়েছে। ভারতে লোকসভা ভোটের সময় দূরদর্শনের এই লোগোর রং বদলকে ঘিরে তীব্র সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। প্রসার ভারতীর সাবেক প্রধান জওহর সরকার বলেন, “এটা প্রসার ভারতী নয়, এটা প্রচার ভারতী।”
Source: বিবিসি বাংলা